Saraswati Puja 2024: মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা! সরস্বতী পুজোয় ফল-ফুলের আগুন দাম, বাজার দর শুনে ঘামবেন
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Saraswati Puja 2024: আজ বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনায় প্রস্তুত সকল বাঙালি। ছোটবেলায় হাতে খড়ি থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরেই হয়ে থাকে এই পুজো।
জলপাইগুড়ি: আজ বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনায় প্রস্তুত সকল বাঙালী। ছোটবেলায় হাতে খড়ি থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরেই হয়ে থাকে এই পুজো। এ বছর আবার শুক্লা পঞ্চমী তিথিতেই পড়েছে ভ্যালেন্টাইন্স ডে। একেই মুখে মুখে চলে আসছে সরস্বতী পূজোই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এ বার এই দুই বিশেষ দিন একই দিনে হওয়ায় বেজায় খুশি যুগলরা।
হাজার হোক, পড়াশোনার হাতে খড়ি থেকে শুরু করে স্কুল প্রেমের হাতে খড়ি হয় এই দিনেই। একদিকে পুজো আরেকদিকে ভালোবাসার দিন উদযাপন। কেমন রয়েছে জলপাইগুড়ি শহরের বাজার? আসুন জেনে নেওয়া যাক। প্রতিবারের মতো এবারও জমে উঠেছে সরস্বতী পুজোর বাজার। বাজারে চড়াদাম থাকলেও খামতি নেই ক্রেতাদের। এদিন শহরের দিনবাজারে দেখা গেল বাগদেবী বন্দনায় ব্রতচারীরা বাজার করছেন জমিয়ে।
advertisement
আরও পড়ুনঃ ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর পর কীভাবে চলছে রোজের সংসার? জানলে চোখে জল আসবে
বাজারের দু-সারি দিয়ে বসেছে পুজোর প্রয়োজনীয় জিনিসের পসরা। শেষ মুহুর্তের কেনাকাটা করতে ক্রেতাদেরও বেজায় ভীড় বাজারে। ফল, প্রতিমা, দশকর্মার পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে পালনে মাছ মাংসের দোকানেও ভিড় উপচে পড়ছে ক্রেতাদের।
advertisement
কৃষ্ণনগরের ছোট প্রতিমা ১০০ টাকা থেকে শুরু মাঝারি ২৫০ টাকা থেকে শুরু, সবচেয়ে বড় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। গাঁদা ফুলের মালা ৩০ থেকে ৪০ টাকা, আপেল কুল ৬০ টাকা কেজি দর, শসা ৬০ টাকা কেজি, কমলা লেবু ৬ টা ৫০ টাকা, আপেল ৮০ টাকা কিলো পেয়ারা ৬০ টাকা কিলো, আঙ্গুর ১২০ টাকা কিলো। কিনতে গিয়ে হাতে ছ্যাকা বাজেট সামলেই এগোচ্ছেন ক্রেতারা।
advertisement
নিউটাউন পাড়ার বাসিন্দা সুস্মিতা সেন বলেন, ‘বাজারে বেশি দাম থাকলেও সাধ্যের মধ্যে বাজার করছি। প্রতিবারই সরস্বতী পুজো করে থাকি এ বারও মায়ের নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পুজো হবে।’ বাজারে জিনিসের দাম ঊর্ধ্বমুখী থাকলেও ক্রেতারা পুজোর জিনিস কিনতে একেবারেই কার্পণ্য করছেন না।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2024 2:44 PM IST







