সবুজ সাথীর সাইকেল পড়ুয়াদের না দিয়ে ফেলে রাখা হয়েছে স্কুলেই! রোদে-জলে ঠায় খোলা মাঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প

Last Updated:

কোনো সাইকেলে বৃষ্টির জেরে মরচে ধরছে, কোনটির ঝুঁড়ি ভাঙা। কোনটির টায়ার আছে তো কোনটির সিট নেই।

সবুজ সাথীর সাইকেল
সবুজ সাথীর সাইকেল
খড়িবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্রঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা প্রকল্পের মধ্যে একটি হল সবুজ সাথী। স্কুল শিক্ষার্থীদের বাড়ি থেকে স্কুলে আসার জন্য এই প্রকল্পের আওতায় সাইকেল প্রদান করা হয়। কিন্তু খড়িবাড়ি হাইস্কুলের খোলা মাঠে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথীর বহু সাইকেল। কোনো সাইকেলে বৃষ্টির জেরে মরচে ধরছে, কোনটির ঝুঁড়ি ভাঙা। কোনটির টায়ার আছে তো কোনটির সিট নেই। রোদ-বৃষ্টিতে এইভাবেই পড়ে রয়েছে সবুজ সাথীর সাইকেল!
সরকারি প্রকল্পের সাইকেল এইভাবে স্কুলের মাঠে পড়ে নষ্ট হ‌ওয়া নিয়ে কটাক্ষ করছেন অভিভাবক ও প্রাক্তনীরা। সঠিক জায়গায় সাইকেলগুলো রাখলে তা নষ্ট হবে না, এই নিয়ে উদ্যোগী হতে হবে প্রশাসনকে, কটাক্ষ করছেন অভিভাবকদের একাংশ। অনেকে আবার বলছেন, সবুজ সাথীর সাইকেল ফেলে না রেখে তা গরিব শিক্ষার্থীদের তুলে দিলেই তো হয়। এইভাবে আসলে জনগণের টাকাই নষ্ট হচ্ছে, কটাক্ষ প্রাক্তনীদের।
advertisement
আরও পড়ুনঃ নৈহাটির বড়মা পূজিত হবেন উত্তরবঙ্গের এই শহরে, সঙ্গে চন্দননগরের লাইটিং! রয়েছে আরও চমক
অন্যদিকে খড়িবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষিকা জানান, খড়িবাড়ির মূল স্থানে স্কুল হ‌ওয়ায় স্কুলেই সাইকেল তৈরি হয়। এভাবে ফেলে রাখার জন্য সাইকেল যেমন নষ্ট হচ্ছে তেমনই চুরিও হচ্ছে। এই সাইকেল শিক্ষার্থীরা পেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে বিডিও স্কুলে এসে পরিদর্শন করে গিয়েছেন। অন্যদিকে বিডিও জানান, খারাপ সাইকেলগুলোই পড়ে রয়েছে। এখানে গত বছরের সাইকেল থাকায় পরিমানে বেশি মনে হচ্ছে। এবছর সাইকেল বিতরণের পর সব সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সবুজ সাথীর সাইকেল পড়ুয়াদের না দিয়ে ফেলে রাখা হয়েছে স্কুলেই! রোদে-জলে ঠায় খোলা মাঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement