Darjeeling: দেওঘরে মারাত্মক রোপওয়ে দুর্ঘটনা, দার্জিলিংয়ের রোপওয়ের পরিস্থিতি কেমন জানেন?
- Published by:Suman Biswas
Last Updated:
Darjeeling: দেওঘরের দুর্ঘটনার পর নড়েচড়ে বসল দার্জিলিং জেলা প্রশাসন, পুলিশ সুপারের নির্দেশে রোপওয়ের পরিকাঠামো খতিয়ে দেখা হল।
#শিলিগুড়ি: দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দূর্ঘটনার জের! নড়েচড়ে বসল রাজ্যও। শৈলশহর দার্জিলিংয়ে রোপওয়ের পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষ টিমের পরিদর্শন! সোমবারই জেলা পুলিশ সুপারের নির্দেশে টিম পরিদর্শনে যায় সিংমারিতে! সিংমারি পুলিশ ফাঁড়ির ওসির নেতৃত্বে টিম খতিয়ে দেখে রোপওয়ের যাবতীয় পরিকাঠামো। খতিয়ে দেখেন রোপওয়ের সংস্কারের সব নথি এবং নবান্নের পূর্ত দপ্তরের এনওসি।
কেমন অবস্থায় রয়েছে এখানকার রোপওয়ের ব্যবস্থা? পর্যটকদের জন্যই বা কতটা সুরক্ষিত? তা জানতে চান ইনচার্জের কাছে। পরিকাঠামো দেখে খুশী টিম, দাবী রোপওয়ের ইনচার্জ জাকির হুসেনের। তিনি জানান, দার্জিলিংয়ে নিয়মিত সংস্কার করা হয় রোপওয়ে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং বছরে একবার বিশেষভাবে সংস্কার করা হয়ে থাকে বলেও দাবি তাঁর।
advertisement
advertisement
দেওঘর এবং দার্জিলিংয়ের রোপওয়ের দুটি পৃথক সংস্থা৷ আর দেওঘরের সঙ্গে এই দিক দিয়েই দার্জিলিংয়ের রোপওয়ের পরিকাঠামো আলাদা। এখানকার কর্মীরাও প্রশিক্ষিত। তাদের যথেষ্টই দক্ষতা রয়েছে। তবুও যাতে কোনও খামতি না থাকে, পর্যটকদের কাছে ঝুঁকির কারণ হয়ে না দাঁড়ায়, তাই চটজলদি যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ সুপার নিম্বলকর। সেইমতো আজ সিংমারি ফাঁড়ির ওসি ছুটে যান। ১৯৬৮ সালে রোপওয়ে পরিষেবা চালু হয় শৈলশহরে। দার্জিলিংয়ের সিংমারি ও টাকভারের মধ্যে আড়াই কিলোমিটার পথে চলে রোপওয়ে। আপ-ডাউন মিলিয়ে ৫ কিলোমিটারের পথ। বর্তমানে ১১টি গাড়ি রয়েছে। ২০০৩ সালে দার্জিলিংয়ে রোপওয়ে দূর্ঘটনা ঘটেছিল। ওইসময় ৪ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। তারপর টানা ৮ বছর বন্ধ ছিল এই পরিষেবা। ফের তা চালু হয় ২০১২ সালে।
advertisement
গতকাল ঝাড়খণ্ডের দেওঘরের রোপওয়ে দুর্ঘটনায় বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু হয়। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে বায়ুসেনা। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সব জায়গাতেই। দেশের যেসব প্রান্তে রোপওয়ে রয়েছে, সবেরই পরিকাঠামো খতিয়ে দেখা হয় আজ। সেইমতো দার্জিলিং জেলা প্রশাসনও দ্রুত যাবতীয় দিক খতিয়ে দেখে। যদিও এখানকার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, সব ঠিকঠাকই রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 8:03 PM IST