South Dinajpur News: ক্লাস চলাকালীন ভয়াবহ ঘটনা! এক পড়ুয়ার সঙ্গে যা ঘটল! জানলে আঁতকে উঠবেন!
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
South Dinajpur News: চতুর্থ শ্রেণিতে পড়াশোনা চলাকালীন হঠাৎ করেই ছাদের অংশ ভেঙে পড়ে আহত এক ছাত্র। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য।
দক্ষিণ দিনাজপুর : স্কুল চলাকালীন বিদ্যালয়ের ছাদের একাংশ ভেঙে পড়ে গুরুতর আহত একজন চতুর্থ শ্রেণীর ছাত্র। স্কুল সূত্রে জানা যায়, আহত ওই ছাত্রের নাম হিরোন সরকার (১০)। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের বেড়ইল প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, এই দিন চতুর্থ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন হঠাৎ করেই ছাদের অংশ ভেঙে পড়ে।
বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরেই স্কুলের শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেয়।এই বিষয়ে কুশমন্ডি ব্লকের স্কুল অবর বিদ্যালয় পরিদর্শক সাহিম রেজা বলেছেন,”বিষয়ে খুব দুঃখজনক। ঘটনা পরিকাঠামো বিষয়ে ঊর্ধ্বেতম কতৃপক্ষের জানানো হবে।”
আরও পড়ুনঃ Civic Volunteer: এবার সিভিক ভলান্টিয়ার যে ‘কান্ড’ ঘটালেন, জানলে অবাক হবেন, এমনও হতে পারে…
advertisement
advertisement
১৯৫৬ সালে বরোইল প্রাথমিক বিদ্যালয় স্থাপতিত হয়। এরপর বহু বছর কেটে গেলেও বিদ্যালয় পরিকাঠামো আজও ঠিক না করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পাশাপাশি বর্ষাকাল আসলেই স্কুলে পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়ইল প্রাথমিক বিদ্যালয় বেহাল অবস্থায় রয়েছে। পরিকাঠামো ঠিক নেই। তাই বিদ্যালয়ের ছাদ ধসে ভেঙ্গে গেছে। তাদের দাবি পরিকাঠামো ঠিক করা হক।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 4:42 PM IST









