Alipurduar News: ফালাকাটার রাস্তা পরিস্কারের জন্য এসেছে রোড সুইপিং মেশিন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
রাস্তা ধোয়ানো ও ঝাড় দেওয়া হবে একসঙ্গেই। কীভাবে সম্ভব? ভাবছেন তো। ফালাকাটা পুরসভা এনেছে এমন এক মেশিন। যার মাধ্যমে ফালাকাটা পুরো এলাকার রাস্তাঘাট থাকবে ঝাঁ চকচকে।
অনন্যা দে, আলিপুরদুয়ার: রাস্তা ধোয়া ও ঝাড়ু দেওয়া হবে একসঙ্গেই। কীভাবে সম্ভব? ভাবছেন তো। ফালাকাটা পুরসভা এনেছে এমন এক মেশিন। যার মাধ্যমে ফালাকাটা পুরো এলাকার রাস্তাঘাট থাকবে ঝাঁ চকচকে।
উত্তরবঙ্গে এই প্রথম ফালাকাটা পুরসভায় এসে পৌঁছল রোড সুইপিং মেশিন। ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ফালাকাটা শহরের প্রধান প্রধান সড়কে ট্রায়াল দিচ্ছে এই অত্যাধুনিক মেশিন। আগামী মাস থেকে পুরোদমে কাজ শুরু করবে এই মেশিনটি। এই প্রসঙ্গে ফালাকাটা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ রায় বলেন, “উত্তরবঙ্গের পুরসভা গুলির মধ্যে এই প্রথম ফালাকাটা পুরসভা এই গাড়িটি কিনল।
advertisement
advertisement
এই গাড়িটির প্রধান কাজ হল রাস্তার যত ময়লা আবর্জনা আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গাড়ির ময়লা গুলো গাড়ির মধ্যে জমা হবে এবং একই গাড়ি থেকে জল স্প্রে আকারে বের হয়ে রাস্তা ধুয়ে দেবে।” এর মধ্য দিয়ে ফালাকাটার সমস্ত পুরো এলাকার রাস্তাঘাট পরিষ্কার থাকবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এই মেশিনটি।
advertisement
এরপর প্রতিটি ওয়ার্ডের চওড়া রাস্তাগুলো যেই রাস্তায় এই গাড়িটি ঢুকতে পারবে সমস্ত রাস্তায় এই গাড়ি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে l
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2025 3:55 PM IST






