সাতসকালেই চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল শ্রমিকদের গাড়ি! মৃত ৩, আহত বহু

Last Updated:

সকালবেলায় কাজের উদ্দেশ্যে ভ্যান ভর্তি শ্রমিক রওনা হয়েছিলেন বাগানের দিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটে অঘটন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত তিনজন শ্রমিকের, আহত হয়েছেন আরও অনেকে।

চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা
চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা
জলপাইগুড়ি, সুরজিৎ দে: নাগরাকাটা ব্লকের গাটিয়া চা বাগানে সোমবার সকালে হঠাৎই শোকে আচ্ছন্ন। চা শ্রমিকদের নিয়ে যাওয়া একটি পিকআপ ভ্যান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় কাজের উদ্দেশ্যে ভ্যান ভর্তি শ্রমিক রওনা হয়েছিলেন বাগানের দিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটে অঘটন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত তিনজন শ্রমিকের, আহত হয়েছেন আরও অনেকে।
আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চা বাগান ও আশপাশের গ্রামে। তবে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
advertisement
advertisement
এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ির ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির মধ্যে ঝুলে ঝুলে কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন। প্রতিটি বাগান কর্তৃপক্ষ যদি শ্রমিকদের জন্য সঠিক পরিবহণের ব্যবস্থা করত, তাহলে এমন মর্মান্তিক ঘটনা হয়তো এড়ানো যেত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় বাসিন্দা রমেশ ওঁরাও জানান, “পিকআপ ভ্যানগুলিতে যখন শ্রমিকদের নিয়ে যাওয়া হয় তখন সেগুলি অত্যন্ত দ্রুত গতিতে যাতায়াত করে। স্বাভাবিকভাবেই এমন ভাবে যাতায়াতে জীবনের ঝুঁকি থেকে যায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বাগান কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করে তাহলে এমন সমস্যার সমাধান হতে পারে। বাগান কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করলে বহু শ্রমিক রয়েছেন যাদের এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে না। আমাদের বাগান কর্তৃপক্ষের কাছে আবেদন তারা যেন এই বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে দেখে।”
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাতসকালেই চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল শ্রমিকদের গাড়ি! মৃত ৩, আহত বহু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement