বয়সকে থোরাই কেয়ার, ৬৮-তেও আন্তর্জাতিক অ‍্যাথলিট মিটে সোনা জয় অবসরপ্রাপ্ত শিক্ষকের

Last Updated:

অদম্য ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই সম্ভব। আর সেটাই করে দেখাচ্ছেন আলিপুরদুয়ারের এই প্রাক্তন শিক্ষক। ৬৮ বছর বয়সেও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অ‍্যাথলিট মিটে সোনা জিতলেন অবসরপ্রাপ্ত শিক্ষক।

+
সংবর্ধনা

সংবর্ধনা জানান হচ্ছে শিক্ষককে

#আলিপুরদুয়ার: বয়স আটষট্টি বছর। তবুও অবসর ছুঁতে পারেনি পরাগ ভৌমিককে। দৌড়তে গিয়ে এখনও পা কাঁপে না তাঁর। অদম্য ইচ্ছে শক্তির জোরেই এই বয়সেও আন্তর্জাতিক অ‍্যাথলিট মিটে বাংলাদেশ থেকে সোনার মেডেল জিতে ফিরেছেন তিনি। পনেরশো মিটার দৌড়ে এই জয় পেয়েছেন তিনি।
পরাগ ভৌমিক পুঁটিমারি স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতা করার সময় স্কুলের খেলাধুলোর কোচ ছিলেন। পড়ুয়াদের সুস্থ রাখার প্রয়াস তিনি করেছেন।তার অনেক পড়ুয়া রাজ্যস্তরে খেলাধুলো করছে।এই শিক্ষক জেলার গর্ব বলে মনে করেন অন্যান্য শিক্ষকরা।
যারা অপরাধ জগতে চলে গিয়েছে তাদের অভিশাপ মুক্ত করতে এগিয়েছে এই শিক্ষক। তাদের জন্য আলাদাভাবে শিবির করে তাদের খেলাধুলো শিখিয়ে মানুষ করছেন তিনি। এমন অনেক ছেলেমেয়েরা খেলছে জেলাস্তরে। স্কুলে শিক্ষকতার সময় তার তত্ত্বাবধানে অনেক জাতীয়স্তরের খেলোয়ার গড়ে তুলেছিলেন।
advertisement
advertisement
বয়স বাড়লেও তার ভাবনার ও ইচ্ছের বয়স এখনও বাড়তে দেননি তিনি। পরাগ ভৌমিক জানান,"শরীর সুস্থ রাখতে খেলাধুলোর ব্যতিক্রম হয়না। অবসর মানেই সব ছেড়ে বসে যাওয়া নয়। বরং সচল না থাকলে রোগভোগের সম্ভাবনা থাকে। তাই খেলাধুলোর অভ্যাস তিনি ছাড়েননি।"
advertisement
শরীর ও মনতে সুস্থ রাখতে সকলকে বলছেন নিয়মিত প্রাতর্ভ্রমণ জরুরি। পাশাপাশি হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকে। অবসর যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে পরাগ বাবু জানান, শারীরিক পরিশ্রম এমন কিছু কাজ করতে। যা বাগান পরিচর্যার মধ্য দিয়েও অনেকক্ষেত্রে সম্ভব হয়।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বয়সকে থোরাই কেয়ার, ৬৮-তেও আন্তর্জাতিক অ‍্যাথলিট মিটে সোনা জয় অবসরপ্রাপ্ত শিক্ষকের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement