Jalpaiguri News: ভোটের কার্ডে জ্বলজ্বল করছে নাম, অথচ আস্ত মানুষটাই গায়েব! কোথায় গেলেন? হন্যে হয়ে খুঁজছেন সকলে...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Voter List: ভারতের ভোটার তালিকায় বিদেশী বাসিন্দা! এলাকার প্রায় সকলের কাছেই অচেনা সেই ব্যক্তি। কি করে সম্ভব! ধূপগুড়িতে জোর বিতর্ক।
জলপাইগুড়ি: ভারতের ভোটার তালিকায় বিদেশী বাসিন্দা! এলাকার প্রায় সকলের কাছেই অচেনা সেই ব্যক্তি। কি করে সম্ভব! ধূপগুড়িতে জোর বিতর্ক ঘনীভূত। ঘটনাটি ঠিক কী? জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় দেখা গেল চাঞ্চল্যকর তথ্য। ১৫/২১৫ বুথের ভোটার তালিকায় ৮০৯ নম্বরে নাম রয়েছে এক ব্যক্তির চন্দন দাস।
কিন্তু আশ্চর্যের বিষয় হল, স্থানীয়রা দাবি করছেন তিনি এ এলাকার বাসিন্দা নন, এমনকি বহুজনের মতে, তিনি বাংলাদেশের নাগরিক! চন্দনের পরিচয়ে পিতার নামের জায়গায় লেখা গোবিন্দ দাস। কিন্তু এখানেও রয়েছে রহস্য! জানা গেছে, গোবিন্দ দাস আসলে চন্দনের দাদা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, গোবিন্দ দাসকে চেনা গেলেও চন্দন দাসকে কখনও এলাকায় দেখা যায়নি, এমনকি কোনও নির্বাচনেও তাকে ভোট দিতে দেখা যায়নি। প্রাক্তন বিএলও হায়দার আলি জানিয়েছেন, ‘আমি বহু বছর ধরে এই বুথের দায়িত্বে ছিলাম। গোবিন্দ দাসকে চিনি, কিন্তু চন্দন দাসকে কখনও দেখিনি। বারবার নাম কেটে দেওয়ার চেষ্টা হলেও তা সফল হয়নি।’
advertisement
গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, ‘চন্দনের নাম কাটা নিয়ে আগেও পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে কীভাবে এখনও নাম থেকে যাচ্ছে, তা নিয়ে প্রশাসনেরও কপালে ভাঁজ।’ জানা গেছে, এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্লক নির্বাচন দফতর বিএলও-র সঙ্গে দ্রুত যোগাযোগ করেছে এবং ইতিমধ্যেই ৭ নম্বর ফর্মে অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এবারে কড়া পদক্ষেপ নেয় কি না, নাকি এক বিদেশির নাম আবারও থেকে যাবে ভারতের ভোটার তালিকায়
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 5:33 PM IST