• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • কোচবিহারে অজানা জন্তুর আতঙ্কে কাটা এলাকাবাসী

কোচবিহারে অজানা জন্তুর আতঙ্কে কাটা এলাকাবাসী

Representative image

Representative image

কোচবিহারে অজানা জন্তুর আতঙ্কে কাটা এলাকাবাসী

 • Share this:

  #কোচবিহার: রাতের অন্ধকারে কে যেন ঘুরে-ফিরে বেরাচ্ছে! বাড়ির বাইরে কার ঘন ঘন নিশ্বাসের আওয়াজ, পায়ের শব্দ! এ তো মানুষ নয়! তবে? কে? অজানা কোনও এক জন্তুর আতঙ্কে কাঁটা হয়ে আছে কোচবিহারের চিলাখানার বাসিন্দারা।

  সকালে বাড়ির বাইরে দেখা মিলছে সেই 'অজানা অচেনা ভয়ঙ্কর'-এর পায়ের ছাপ। সে কেমন? কোনও উত্তর নেই ! শুধু বিস্ফারিত কিছু চোখ চেয়ে আছে সেই পায়ের ছাপের দিকে। চোখে মুখে ভয় মিশ্রিত কৌতুহল! গতরাতে এই এলাকার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই রহস্যময় জন্তুর পায়ের ছাপ। খবর দেওয়া হয় বন দফতরকে। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বন দফতর সূত্রে জানানো হয়েছে, অজানা জন্তুর খোঁজে খাঁচা পাতা হবে।

  আরও পড়ুন-ফের হাতি করিডরে ট্রেনের ধাক্কায় জোড়া হাতির মৃত্যু

  First published: