ফের হাতি করিডরে ট্রেনের ধাক্কায় জোড়া হাতির মৃত্যু

Last Updated:

ফের হাতি করিডরে ট্রেনের ধাক্কায় জোড়া হাতির মৃত্যু

#শিলিগুড়ি: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। ডুয়ার্সের বানারহাট এলাকায় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ডিএমইউ প্যাসেঞ্জারের ধাক্কায় মৃত্যু হল মা ও শাবক হাতির। গতমাসেও এই জায়গায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়। এর আগে হাতি করিডরে রাতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হলেও এবারের দুর্ঘটনা সকালে।
গতমাসেই ডুয়ার্সের বানারহাটে ট্রেনের ধাক্কায় মারা যায় একটি হাতি। একমাসের মধ্যেই আবার একই ঘটনা। এবারও হাতি করিডরে ট্রেনের ধাক্কায় মারা গেল মা ও শাবক হাতি।
এই মুহূর্তে জলদাপাড়া থেকে গরুমারা যাতায়াত করছে প্রায় ১৫০ হাতি। কয়েকদিন আগে রেতির জঙ্গল থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ঢুকে পড়ে কয়েকটি হাতি। তাদের মধ্যে কয়েকটি ডায়নার জঙ্গলে চলে যায় বৃহস্পতিবার। বাকি ছ’টি হাতি শুক্রবার সকালে ডায়নার জঙ্গলে যাওয়ার পথে রেললাইন পেরোচ্ছিল। তখনই মা ও শাবক হাতিকে ধাক্কা মারে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ডিএমইউ প্যাসেঞ্জার। ঘটনাস্থলেই মারা যায় দু’টি হাতি।
advertisement
advertisement
আরও পড়ুন 
হাতি দুটির মৃতদেহ ঘণ্টা দুয়েক রেললাইনে পড়ে থাকার পর ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। হাতিদু’টির দেহ না তুলেই ট্রেন চলাচল শুরু করে দেওয়া হয়। প্রতিবাদে স্থানীয়রা রেল অবরোধ করেন। আটকে পড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনকে ফোন করে ট্রেনচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিআরএম। এরপরই অবরোধ ওঠে। হাতি মৃত্যু সম্পর্কে মুখ খোলেনি রেল।
advertisement
এর আগে হাতি করিডরে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। সব দুর্ঘটনাই ঘটেছে রাতে। এবারের দুর্ঘটনা সকালে। রেলের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে।
- উত্তরবঙ্গে রয়েছে ৩৯টি হাতি করিডর
- মরাঘাট থেকে সুকনা পর্যন্ত অতি স্পর্শকাতর হাতি করিডর ৬টি
- (এর মধ্যে) বানারহাটে ২টি অতি স্পর্শকাতর হাতি করিডর
হাতি করিডরে ট্রেনের গতি কমানো নিয়ে গতমাসেই মাদারিহাটে বৈঠকে রেল ও বনদফতর দু’পক্ষই একমত হয়। বনদফতরের দাবি, প্রতিদিন সন্ধেয় হাতি পারপার নিয়ে রেলকে সতর্ক করা হয়। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। তারপরেও একই ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ী করছে বনদফতর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের হাতি করিডরে ট্রেনের ধাক্কায় জোড়া হাতির মৃত্যু
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement