Alipurduar News: সড়ক ফুঁসছে নদীর জলস্রোতে! ভূটানের জন্যই কি দুর্যোগ আসবে আলিপুরদুয়ারে?

Last Updated:

Alipurduar Flood Situation: ভুটানে মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায়। যদিও বর্তমানে জেলাজুড়ে কোনও সতর্কতা জারি হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

+
থিম্পু

থিম্পু

আলিপুরদুয়ার: ভুটানের মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায়। যদিও বর্তমানে জেলা জুড়ে কোনও সতর্কতা জারি হয়নি বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
ভারতের প্রতিবেশি দেশ ভুটানের থিম্পুর পরিস্থিতি ভয়াবহ। মেঘভাঙা বৃষ্টিতে অস্তিত্ব সংকটে থিম্পুর। এ দিকে এই পরিস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ আলিপুরদুয়ারবাসীর। ভুটানের বন‍্যার জল যদি এ দিকে চলে আসে, তা হলে আলিপুরদুয়ারের পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা জেলাবাসীর।
advertisement
advertisement
থিম্পুর দেচংসেলিং এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তা ছাড়াও প্রবল জলস্রোত দেখা গিয়েছে নদীগুলিতে। ভুটানের বিভিন্ন সড়কের ওপর দিয়ে বইছে জল। গত রবিবার থেকে এই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে ভুটানের থিম্পুতে।
ভুটানের এই পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার পক্ষে কতটা ক্ষতিকর? কী কী উপায় অবলম্বন করছে প্রশাসন?এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, “জেলার ৮০% নদী ভুটান পাহাড় থেকে সৃষ্ট। নদীগুলিতে জল বাড়ছে। সে দিকে আমরা নজর দিয়েছি। পরিস্থিতি এখনও বেসামাল হয়নি।”
advertisement
অনন্যা দে 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: সড়ক ফুঁসছে নদীর জলস্রোতে! ভূটানের জন্যই কি দুর্যোগ আসবে আলিপুরদুয়ারে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement