Bangla News: কালো কুচকুচে ওটা কী! গঙ্গায় বিরাট আতঙ্ক...! নদীতে নামতে ভয়ে কাঁপছেন এলাকাবাসী, যা বেরিয়ে এল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Jiam Momin
Last Updated:
Bangla News: হঠাৎ নদী তীরবর্তী এলাকায় দেখা মিলল বিশাল আকৃতির প্রাণী। প্রাণীটি দেখে হতবাক নদী তীরবর্তী বাসিন্দারা। পরে জানতে পারলেন এই প্রাণীটি আসলে গাঙ্গেয় শুশুক তথা গ্যাঙ্গেটিক ডলফিন।
মালদহ: মালদহে গঙ্গায় দেখা মিলল অদ্ভুত কালো কুচকুচে প্রাণী। নদীতে নামতে ভয় বাসিন্দাদের। তবে পরে জানতে পেরে অবাক হলেন সকলে। প্রাণীটি আসলে গাঙ্গেয় শুশুক যাকে ইংরেজিতে গ্যাঙ্গেটিক ডলফিনও বলা হয়। এই শুশুক মূলত নদীর গভীরতর এলাকায় থাকে। নদীর প্রায় মাঝ বরাবর গেলেই গঙ্গার এই শুশুক দেখা মেলে। এবারের এই ডলফিন দেখা মিলছে মালদহের গঙ্গা নদী তীরবর্তী গ্রাম এলাকায়। তাই প্রথম প্রথম এমনটা দেখে হতভম্ব হয়ে পড়েন গঙ্গা তীরবর্তী গ্রামবাসীরা। নদী তীরবর্তী এলাকায় এই গাঙ্গেয় শুশুককে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। তবে এই গাঙ্গেয় শুশুককে দেখার পর নদীতে স্নান করতে নামতে ভয় পাচ্ছেন গ্রামের খুদেরা।
এ বিষয়ে জেলা বন দফতর আধিকারিক জিজু জায়েসপার জানান, ‘গঙ্গায় এই শুশুক বা ডলফিন প্রায় দেখা মেলে। নিয়মিত জেলার গঙ্গা নদীর বিভিন্ন প্রান্তে এই গাঙ্গেয় শুশুক গুলোর নিরীক্ষণ করা হচ্ছে। নিরীক্ষণের সময় প্রায় দশটা করে এই শুশুক দেখতে পাওয়া যায়। সেগুলো খাতা হিসাব করে রাখা হচ্ছে।’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা এবং জেলেদের বলতে চাই। এই শুশুক যদি কারও জালে ধরা পড়ে তাহলে তারা যেন তাকে ছেড়ে দেন। এই শুশুককে ধরে রাখা আইনত অপরাধ। তাই যদি কেউ শুশুক মজুদ রাখে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
advertisement
গঙ্গায় প্রায়ই বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। বর্তমানে মালদহের গঙ্গা তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গনের ফলে নদী ছড়িয়েছে গ্রামের গা ঘেঁষে। গভীর হয়েছে নদীর জল। তাই স্বভাবতই নদী তীরবর্তী গ্রাম এলাকায় দেখা মিলছে এই শুশুক বা ডলফিন। যাকে দেখতে নদী তীরবর্তী এলাকায় ভিড় জমাচ্ছেন অনেকে।
advertisement
জিয়াম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 2:49 PM IST