শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে মহাবিপদ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁশের সাঁকো, পুন্যার্থীদের উদ্ধারে নামানো হল নৌকা

Last Updated:

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক পুন্যার্থী। নৌকায় চেপে পুণ্যার্থীদের মহাকাল ধামে যেতে হয়েছে এদিন।

+
নৌকা

নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে পুণ‍্যার্থীদের

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ শ্রাবণের শেষ সোমবার। এই উপলক্ষে মহাকাল ধাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ভক্তবৃন্দদের ভিড় জমে ছিল। এমন সময়েই ঘটল বিপর্যয়। ভেঙে পড়ল ধারসি নদীর উপর থাকা বাঁশের সাঁকোটি। পুণ্যার্থীদের সুবিধার জন্য নৌকার ব্যবস্থা করলেন মন্দির কমিটির সদস্যরা। ঘটনাটি  ঘটেছে আলিপুরদুয়ারের মহাকাল গুড়িতে।
বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক পুন্যার্থী। নৌকায় চেপে পুণ্যার্থীদের মহাকাল ধামে যেতে হয়েছে এদিন। ‌আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকাল ধামে যাওয়ার একমাত্র বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায় এদিন। ‌ধারসি নদীতে এসে মেশে ভুটান পাহাড়ের জল। যার ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী। তার উপর বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যাওয়ায় ভক্তবৃন্দরা মহাকাল ধামে যেতে পারছিলেন না। ‌তড়িঘড়ি মহাকাল ধাম মন্দির কমিটি নৌকা নামিয়ে ভক্তবৃন্দদের মহাকাল ধামে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার রাত থেকেই দেখা যায় এলাকায় পুন্যর্থীদের ভিড়। সোমবার বিকেলেও কমছিল না সেই ভিড়। পুন্যর্থীদের কাছে এই মন্দির নিয়ে রয়েছে নানান মান্যতা। যার জন্য তাঁরা ঘুরে ফিরে এখানেই আসেন।
advertisement
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, ধারসি নদীর উপর পাকা সেতু তৈরি করার ক্ষেত্রে প্রশাসনিক কর্তারা কোনরকম ব্যবস্থা গ্রহণ করেননি। শুধু আশ্বাস দিয়ে গিয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। এদিন কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা এলাকাবাসীদের। ধারসি নদীর যা পরিস্থিতি তাতে কেউ একবার তলিয়ে গেলে তাঁকে জীবিত খুঁজে পাওয়া মুশকিল বলে জানাচ্ছেন বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে মহাবিপদ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁশের সাঁকো, পুন্যার্থীদের উদ্ধারে নামানো হল নৌকা
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement