Micro Art Madan Bari: জেলার ঐতিহ্য এবার মাইক্রো আর্টে! মদনমোহন বাড়ির রেপ্লিকা বানিয়ে চমকে দিলেন শিল্পী

Last Updated:
+
মাইক্রো

মাইক্রো আর্ট

কোচবিহার: কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী এই মদনমোহন মন্দির। আর এই মদনমোহন মন্দিরকে ঘিরে মানুষদের মধ্যে আবেক রয়েছে অনেকটাই। তাই এই মন্দিরের মাইক্রো রেপ্লিকা বানিয়ে সকলকে চমকে দিলেন মাইক্রো আর্টিস্ট সোমা মুখোপাধ্যায়। মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জী একজন গৃহবধূ। সংসারের সমস্ত কাজ সামলে এই কাজ করাটা তাঁর কাছে একেবারেই সহজ হয় না। তবে ভালোলাগা থেকেই তিনি এই কাজ করে থাকেন দীর্ঘ সময় ধরে। পরিবারের সদস্যরাও তাঁকে যথেষ্ট সহযোগিতা করে এই বিষয়টি নিয়ে। নিত্য নতুন জিনিস তৈরি করতে খুব ভালোবাসেন তিনি। আগেই বহু ক্ষুদ্রাতিক্ষুদ্র মূর্তি বানিয়ে সকলকে রীতিমত চমকে দিয়েছেন তিনি। এবারে তিনি বানিয়েছেন মাইক্রো আর্ট রেপ্লিকা মডেল।
সোমা মুখোপাধ্যায় জানান, “এবারে ছোট্ট রেপ্লিকা মডেলটি প্রায় চার মাসের প্রচেষ্টার পর সম্পন্ন হয়েছে। একটি পোস্ট কাড়ের ওপর তিনি তৈরি করেছেন এই সম্পূর্ন মডেলটি। এখানে রয়েছে মদনমোহন বাড়ি, রাস চক্র ও পুতনা রাক্ষসীর মাইক্রো রেপ্লিকা। সমগ্র মদনমোহন মন্দির ও রাস মেলায় মদন বাড়িতে যেসমস্ত অনুষ্ঠান হয় সবটাই তুলে ধরেছেন তিনি। তবে এই বিষয়টি এই মাইক্রো আর্টিস্টের কাছে নতুন বিষয় নয়। তিনি আগেও বহু ছোট মূর্তি তৈরি করেছেন। তবে এই মডেলটি তৈরি করতে তিনি ব্যাবহার করেছেন মাটি, কাপড়, টিস্যু পেপার, তার এবং সাদা রঙ। এছাড়া এখানে থাকা মূর্তি গুলির অলংকার বানানো হয়েছে রাংতা দিয়ে।”
advertisement
তিনি আরোও জানান, “হেরিটেজ শহর কোচবিহারের মধ্যে থাকা এই মদন বাড়ি সকলের কাছেই এক আলাদা আবেগ। আর এই মদন বাড়ির রাস মেলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা। তাই এই মেলা ও মদন বাড়ির ঐতিহ্যের জন্যই এই ছোট্ট রেপ্লিকা তাঁর বানাতে ইচ্ছে হয়েছে। তবে এই রেপ্লিকা যারা দেখছেন সকলেই বেশ খুশি হয়ে উঠছেন। তবে সবার কাছেই বেশ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রেপ্লিকা মডেলের ছোট্ট পুতনা রাক্ষসীর মূর্তিটি।”
advertisement
advertisement
তবে একটা কথা বলতেই হয়। এই মাইক্রো আর্টিস্টের প্রতিভায় বারংবার মুগ্ধ হচ্ছে জেলাবাসী। আগামী দিনে আরোও কোন চমক তিনি আনতে চলেছেন সেটাই এখন দেখার। সেই জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Micro Art Madan Bari: জেলার ঐতিহ্য এবার মাইক্রো আর্টে! মদনমোহন বাড়ির রেপ্লিকা বানিয়ে চমকে দিলেন শিল্পী
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement