পাঁচ দশকের সম্পর্ক শেষ, ‘ছোড়দা’ আর নেই, মনখারাপে ডুবে সোমেন মিত্রের ‘সেকেণ্ড হোম’ মালদহ

Last Updated:

দীর্ঘ পাঁচ দশক ধরে সোমেনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল মালদহের, বিশেষ করে কোতুয়ালির। গনিখানের মৃত্যুর পরেও মালদহের সঙ্গে তাঁর যোগাযোগে ছেদ পড়েনি।

#মালদহ:- কলকাতার বাইরে সোমেন মিত্রের‘সেকেণ্ড হোম’ছিল মালদহ। গনিখান চৌধুরীকে 'রাজনৈতিক গুরু' বলে মনে করতেন সোমেন মিত্র। সেই সূত্রেই দীর্ঘ পাঁচ দশক ধরে  সোমেনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল মালদহের, বিশেষ করে কোতুয়ালির। গনিখানের মৃত্যুর পরেও মালদহের সঙ্গে তাঁর  যোগাযোগে ছেদ পড়েনি। বরং গনির অবর্তমানে কোতুয়ালি পরিবারের "অভিভাবক’ছিলেন সোমেনই।
কোতুয়ালির বাইরেও মালদহে কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ ছিল। সোমেন মিত্রের মৃত্যুতে বিষন্ন মালদহ। জেলার ডানপন্থী রাজনীতিতে যেন অভিভাবক হারানোর যন্ত্রণা। কলকাতার বাইরে সোমেন মিত্রের পছন্দের গন্তব্য ছিল  মালদহ। বারবারই নিজে মালদহকে তাঁর ‘সেকেণ্ড হোম’বলতেন সোমেন। রাজনৈতিক গুরু গনিখানের সূত্রে বারবারই গিয়েছেন মালদহে। গনিখানের প্রত্যেক জন্মদিনে নিয়ম করে কলকাতা থেকে কোতুয়ালি পৌঁছতেন তিনি। গনির মৃত্যুর পরেও কোতুয়ালি পরিবার তাঁকে‘পরম আত্মীয়’বলে মনে করতেন।
advertisement
রাজনীতিই শুধু নয়, অনেক পারিবারিক বিষয়েও সোমেনের পরামর্শ ছিল কোতুয়ালির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মালদহ সফরে গেলে কোতুয়ালিতে তাঁর জন্য পছন্দের নানান মাছের পদ তৈরি হতো। মালদহের কোতুয়ালীতে মধ্যাহ্ন ভোজ নয়তো নৈশ ভোজ বাঁধা থাকত তাঁর। শেষবার গত ২৩ ফেব্রুয়ারী মালদহের কোতুয়ালিতে এসে খাবার খেয়ে যান তিনি। মালদহ থেকে আবু হাসেম খান চৌধুরী এবং মৌসম নুরকে জোড়া সাংসদ করার পিছনেও সোমেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের হয়ে সামনে থেকে প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন। আবার ২০১৯ লোকসভায় দলত্যাগী মৌসমের বিরুদ্ধে কোতুয়ালী পরিবারের ঈশা খান চৌধুরীকে প্রার্থী করার পিছনেও হাত ছিল সোমেন মিত্ররই।
advertisement
advertisement
'তিনি ছিলেন পরিবারের অভিভাবক'। মৃত্যুর খবর পেয়ে এমনই প্রতিক্রিয়া শোকস্তব্ধ আবু হাসেম খান চৌধুরী আর মৌসম নূরের।  কোতুয়ালী পরিবারের বাইরেও মালদহের অধিকাংশ কংগ্রেস নেতা কর্মীদের নানা ভাবে পাশে দাড়িয়েছিলেন সোমেন মিত্র। মালদহের সাবিত্রী মিত্র  অকপটে জানিয়েছেন , সোমেন মিত্রের হাত ধরেই তাঁর তৃণমূলে আসা। সোমেন মিত্রই  একবার তাঁর জীবন বাঁচিয়েছিলেন। আবার কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর মতো নেতারাও বলছেন, তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছেন। সোমেন মিত্র এক ব্যতিক্রমী সাংগঠনিক নেতা। মালদহ কংগ্রেসে গনিখানের পর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সোমেন মিত্র ।
advertisement
Sebak Deb Sarma
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাঁচ দশকের সম্পর্ক শেষ, ‘ছোড়দা’ আর নেই, মনখারাপে ডুবে সোমেন মিত্রের ‘সেকেণ্ড হোম’ মালদহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement