Jalpaiguri News: উত্তরবঙ্গে শুরু রেড পান্ডার ডিএনএ-ভিত্তিক গণনা! নিখুঁত তথ্যের খোঁজে কাজ শুরু বন দফতর
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
উত্তরবঙ্গেও রয়েছে বিপন্ন প্রজাতির রেড পান্ডা। কিন্তু ক'টি রয়েছে? সেই গণনাই শুরু হবে বিশেষ পদ্ধতিতে। কিভাবে হবে এই গণনা জানেন? নেওড়া ভ্যালি ও সিঙ্গালিলা জাতীয় উদ্যানে বিশেষ পদ্ধতিতে শুরু হচ্ছে রেড পান্ডার গণনা
জলপাইগুড়ি, সুরজিৎ দে: উত্তরবঙ্গে রয়েছে বিপন্ন প্রজাতির রেড পান্ডা। কিন্তু ক’টি রয়েছে? সেই গণনাই শুরু হবে বিশেষ পদ্ধতিতে। কীভাবে হবে এই গণনা হবে জানেন? নেওড়া ভ্যালি ও সিঙ্গালিলা জাতীয় উদ্যানে বিশেষ পদ্ধতিতে শুরু হচ্ছে রেড পান্ডার গণনা। দার্জিলিং ও কালিম্পংয়ের সবুজে মোড়া দুই বিখ্যাত জাতীয় উদ্যান—নেওড়া ভ্যালি ও সিঙ্গালিলা—খুব শীঘ্রই সাক্ষী হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত উদ্যোগের। দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণী রেড পান্ডার সঠিক সংখ্যা জানার লক্ষ্যে এবার আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে গণনার কাজ।
উত্তরবঙ্গের কনজারভেটর অফ ফরেস্ট জানিয়েছেন, পূর্বের সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করা হয়, দুই উদ্যানে প্রায় ৩৭-৩৮টি রেড পান্ডা বিচরণ করে। কিন্তু এবার সেই অনুমান ছাড়িয়ে আরও নির্ভুল তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের একাধিক বিশেষজ্ঞ সংস্থার সহায়তায় ডিএনএ-ভিত্তিক পদ্ধতিতে এই গণনা করা হবে।
advertisement
advertisement
এতে শুধু রেড পান্ডার সংখ্যা নির্ধারণই নয়, তাদের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের অবস্থাও স্পষ্টভাবে জানা যাবে। উল্লেখ্য, নেওড়া ভ্যালি ও সিঙ্গালিলা—পূর্ব ভারতের জৈব বৈচিত্র্যের অন্যতম ভাণ্ডার। ১৬০০ থেকে ২৭০০ মিটার উচ্চতার এই অঞ্চল বন, হিমালয়ান ফ্লোরা ও ফনার জন্য বিখ্যাত।
advertisement
রেড পান্ডার মতো সংবেদনশীল প্রজাতির টিকে থাকার জন্য এই বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ শুধু বন দফতরের নয়, পরিবেশপ্রেমীদের কাছেও এক বড় আশার আলো। সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে রেড পান্ডার সংরক্ষণের কৌশল আরও বাস্তবমুখী ও কার্যকর হবে, এমনটাই আশা সকলের। কারণ, প্রকৃতির এক ছোট্ট প্রতিনিধি রেড পান্ডা। রেড পান্ডাকে টিকিয়ে রাখাই প্রকৃতির ভারসাম্য রক্ষার এক বড় পদক্ষেপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 26, 2025 3:21 PM IST