Pahalgam Terrorist Attack: ‘কাশ্মীর নিয়ে ঠিক বলেছিলেন জিন্নাহ..,’ কোন পুরনো কথা তুললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ? ভারতকে প্রচ্ছন্ন উস্কানি!

Last Updated:

শেহবাজ সেখানে বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা থেকে ফের একটা দোষারোপ পাল্টা দোষারোপের বিষয় শুরু হয়েছে৷ এটা শেষ হওয়া দরকার৷ একটা দায়িত্বশীল দেশ হিসাবে পাকিস্তান এ বিষয়ে যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে রাজি৷’’

News18
News18
পাকিস্তান: গত ২২ এপ্রিল দুপুর ২টো৷ কাশ্মীরের বৈসরন উপত্যকায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে বন্দুকধারী জঙ্গি৷ সারা ভারত ক্ষোভে ফুঁসছে৷ সেই ঘটনার পরে চার দিন কেটে গেছে৷ এতদিনে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ শনিবার একটি বিবৃতিতে শেহবাজদ জানালেন, পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের হত্যার ঘটনার যে কোনও ‘নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তপ্রক্রিয়া’য় তাঁরা রাজি৷ তবে এইটুকু বলেই ছেড়ে দেননি শেহবাজ৷ ঠারেঠোরে ভারতকেও দিয়েছেন হুঁশিয়ারি৷ তুলেছেন বহু বছর আগে কাশ্মীর নিয়ে বলে যাওয়া মহম্মদ আলি জিন্নাহ-র মন্তব্য৷ প্রচ্ছন্ন ভাবে দিয়েছেন যুদ্ধের হুঁশিয়ারিও৷
মঙ্গলবারের ঘটনার পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া এসেছে৷ তবে এতদিন এ নিয়ে মুখ খোলেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ার সেনা প্রশিক্ষণকেন্দ্রে একটি বক্তৃতা দেওয়ার সময় ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলা প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া দিতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে৷
advertisement
advertisement
শেহবাজ সেখানে বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা থেকে ফের একটা দোষারোপ পাল্টা দোষারোপের বিষয় শুরু হয়েছে৷ এটা শেষ হওয়া দরকার৷ একটা দায়িত্বশীল দেশ হিসাবে পাকিস্তান এ বিষয়ে যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে রাজি৷’’
তবে এখানেই থেমে থাকেননি তিনি৷ ভারতের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকির সুরে শেহবাজকে বলতে শোনা গেল, ‘‘কাশ্মীরকে পাকিস্তানের জুগুলার ভেন হিসাবে ঘোষণা করেছিলেন মহম্মদ আলি জিন্নাহ৷ ঠিক কথাই বলেছিলেন৷ দুর্ভাগ্যবশত, এই জায়গা নিয়ে দ্বন্দ্ব এখনও রয়ে গিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জে এনিয়ে একাধিক আলোচনা সত্ত্বেও৷’’ তবে পাশাপাশি শেহবাজ এ-ও স্পষ্ট করেন, কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং সুরক্ষায় আঘাত হানে পাকিস্তান কখনও তা মেনে নেবে না৷
advertisement
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই পহেলগাঁও হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মধুবনির সভায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন৷ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও জঙ্গিদের খুঁজে এনে তাদের কল্পনারও অতীত শাস্তি দেওয়া হবে৷ এবার এল পাক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pahalgam Terrorist Attack: ‘কাশ্মীর নিয়ে ঠিক বলেছিলেন জিন্নাহ..,’ কোন পুরনো কথা তুললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ? ভারতকে প্রচ্ছন্ন উস্কানি!
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement