#শিলিগুড়ি: কড়া নিরাপত্তার বেষ্টনিতে শিলিগুড়ির অম্বিকা নগরে ফের শুরু হল ভোটগ্রহণ ৷ সকাল থেকেই পুলিশি প্রহরায় গ্রাম পঞ্চায়েত আসনে ভোট শুরু হয়েছে এখানে ৷ ভোট গণনার দিন ব্যালট ছিনতাইয়ের ঘটনার জেরেই অম্বিকা নগরে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ৷ সেই মতোই আজ ভোট শুরু হয়ে গিয়েছে এখানে ৷ গত ১৪ মে ছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ৷ দু’দিন পর ১৭ তারিখ ছিল গণনাপর্ব ৷ সেদিনই ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে ৷ ফলে ফের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পঞ্চায়েতের ফলাফল বেরিয়ে যাওয়ার পরেও তাউ ঝুলে রয়েছে অম্বিকা নগরের ভবিষ্যৎ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambika Nagar, Bengal Election Result 2018, BJP, Congress, Cpim, Election Commission, Junglemahal, Panchayat Election 2018, Partha Chattapadhyay, Purulia, Re-Polling, South Bengal Panchayat Election 2018, Surajit kar purakayastha, Suvendu Adhikari, TMC, TMC Bengal Election Result, WB Panchayat Election Result, West Bengal Panchayat Election Result, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, বাংলার নির্বাচনের ফলাফল ২০১৮, বাংলার নির্বাচনের রেজাল্ট