যানজট অতীত! শহরে তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাস, যাত্রীদের জন্য থাকবে একগুচ্ছ সুবিধা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
টোটো, অটো, প্রাইভেট গাড়ি ও দূরপাল্লার বাসে ঠাসা রাস্তায় একবার বেরোলে সময়মতো গন্তব্যে পৌঁছনো যেন ভাগ্যের উপর নির্ভর করে!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রোজ সকালেই যেন এক ‘যুদ্ধে’র ছবি। টোটো, অটো, প্রাইভেট গাড়ি ও দূরপাল্লার বাসে ঠাসা শহরের রাস্তায় একবার বেরোলে সময়মতো গন্তব্যে পৌঁছনো যেন ভাগ্যের উপর নির্ভর করে! শিলিগুড়ি শহর যেন ধীরে ধীরে ‘যানজট নগরী’র রূপ নিচ্ছে। তবে এবার সেই ছবি বদলাতে চলেছে। শহরের যানজট কমাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। মাটিগাড়ার পরিবহণ নগরে তৈরি হতে চলেছে একটি অত্যাধুনিক বাস টার্মিনাস।
এই প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্য পরিবহণ দফতর, অর্থ দফতর বরাদ্দ করেছে প্রায় ২.৫ কোটি টাকা। বুধবার শহরের মেয়র গৌতম দেব এবং এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগারের মধ্যে এক বৈঠকে এই উদ্যোগ চূড়ান্ত হয়।
আরও পড়ুনঃ হাতে কোদাল, নালা থেকে বর্জ্য তুলছেন পঞ্চায়েত প্রধান! জনগণের সুবিধার্থে নজিরবিহীন উদ্যোগ
জানা যাচ্ছে, নতুন টার্মিনাসে একসঙ্গে দাঁড়াতে পারবে ৭০টি বাস। থাকবে আধুনিক টিকিট কাউন্টার। তৈরি হবে ফুড ব্লক ও যাত্রী সুবিধা কেন্দ্র। পাশাপাশি পরিবহণ নগরের ট্রাক টার্মিনাসেরও আধুনিকীকরণ হবে, যার জন্য বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা। সেখানে চালকদের জন্য বিশ্রামাগার ও শৌচালয় নির্মিত হবে।
advertisement
advertisement
শহরের কেন্দ্রস্থলে দার্জিলিং মোড়, জংশন চত্বর, হিলকার্ট রোডে রোজ গড়ে কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। সেখানে এই নতুন বাস টার্মিনাস অনেকটা স্বস্তি এনে দিতে পারে। এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার বলেন, ‘শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন। মেয়র গৌতম দেবের প্রস্তাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই টার্মিনাস প্রকল্প ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন শহরের মানুষ। যানজটমুক্ত, সচল, সংগঠিত এক শিলিগুড়ি দেখার স্বপ্নে বিভোর সকলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 1:10 PM IST