Ramadan 2024: রমজান মাসে জমে উঠেছে সিমাই-লাচ্ছার বাজার

Last Updated:

Ramadan 2024: এবারও রমজান মাসে ভাল বেচাকেনা হচ্ছে মালদহের কালিয়াচকের অস্থায়ী সিমাই ও লাচ্ছার বাজারে। রমজান মাস শুরু হতেই বরাবরের মত কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী সিমাই ও লাচ্ছার দোকান

+
দোকানে

দোকানে ভিড়

মালদহ: ১৫ রমজান শেষ হতে না হতেই জমে উঠেছে সিমাই, লাচ্ছার বাজার। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত কারিগর নিয়োগ করে তৈরি করতে হচ্ছে। ইদের আগে বাজার জমে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ী ও কারিগররা।
প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ভাল বেচাকেনা হচ্ছে মালদহের কালিয়াচকের অস্থায়ী সিমাই ও লাচ্ছার বাজারে। রমজান মাস শুরু হতেই বরাবরের মত কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী সিমাই ও লাচ্ছার দোকান। রমজান মাসের শুরু থেকেই অস্থায়ী দোকান বসতে শুরু করে কালিয়াচক বাজার চত্বরে। রমজান মাস সিমাই ব্যবসায়ীদের কাছে বেচাকেনা মরশুম। বছরের এই সময়েই রেকর্ড বিক্রি হয়ে থাকে। এক মাসে বিক্রি বাড়ে প্রায় কয়েক গুণ। তাই স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবছর এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
advertisement
advertisement
বিক্রেতা রবিউল ইসলাম বলেন, হাতে আর মাত্র কয়েকদিন, তারপর‌ই ইদ। তার আগে দোকানে বিক্রি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর চৌরঙ্গী এলাকায় আমরা অস্থায়ী দোকান তৈরি করি। বাইরে থেকে কারিগর নিয়ে এসে আমরা এসব খাবার তৈরি করে থাকি।
advertisement
এই বছরেও ১৫ রমজানের পর থেকে বেচাকেনা বেড়ে গিয়েছে কয়েক গুণ। কলকাতা, ডায়মন্ডহারবার, মেটিয়াবুরুজ সহ বিভিন্ন জায়গা থেকে দক্ষ কারিগরদের নিয়ে এসে লাচ্ছা, সিমাই তৈরির কাজ চলছে জোরকদমে।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ramadan 2024: রমজান মাসে জমে উঠেছে সিমাই-লাচ্ছার বাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement