Raksha Bandhan 2024: উল বা ফুলের বদলে এই নতুন রাখিতে মজেছে সবাই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Raksha Bandhan 2024: চলতি বছরে ক্লে ও ফেব্রিক দিয়ে বিভিন্ন জিনিসের আদলে তৈরি এই রাখি একটু ভিন্ন ধরনের। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের। দামও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যেই
দক্ষিণ দিনাজপুর: রাখি বন্ধন উপলক্ষে স্বাভাবিকভাবেই বাজার ভরে গিয়েছে বাহারি রাখিতে। তবে উল বা ফুলের রাখি, কিংবা রংবেরঙের কাগজের রাখি, এসব এখন অতীত। সবাই চান, সবচেয়ে সুন্দর রাখি কিনতে নিজের ভাইয়ের জন্য। তাই এই বছরের রাখিতে নতুন চমক। বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা ইন্দ্রানী সরকার তৈরি করে ফেলেছেন ক্লে ও ফেব্রিক দিয়ে রকমারি রাখি। বর্তমান দিনে আধুনিকতার চাকচিক্য থেকে একটু সরে এসে রাখিতে একটু অভিনবত্বের ছোঁয়া। যা ইতিমধ্যেই বালুরঘাট শহরে বেশ সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, রাখি বন্ধন উৎসব মানে একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখার একটি আনুষ্ঠানিক প্রয়াস মাত্র। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধ করতে কবিগুরু কলকাতা, ঢাকা ও সিলেট থেকে কয়েক হাজার হিন্দু ও মুসলিম ভাই-বোনেদের একত্রিত করে রাখি বন্ধন পালনের আবেদন জানিয়েছিলেন। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে খোলা বাজারে পসরা সাজিয়ে বিভিন্ন ধরনের রাখি বেচাকেনা করতে দেখা যায় দোকানিদের। তবে, এই বছর বাজারের দোকানে নয়, ক্লে দিয়ে রাখি তৈরি করে ভাল অর্ডার পাচ্ছেন বলেও জানান তিনি। তাই চাহিদা ব্যাপকভাবে থাকায় ইন্দ্রানীদেবী রীতিমতন রাত দিন এক করে তৈরি করছেন তাঁর হাতে তৈরি রাখি।
advertisement
আরও পড়ুন: নেশামুক্ত ভারত গড়তে সাইকেলে কেদারনাথ যাত্রা
advertisement
এই বিষয়ে রাখি বিক্রেতা ইন্দ্রানী সরকার জানান, ছোট থেকেই আঁকার প্রতি তাঁর ভালবাসা রয়েছে। প্রায় দু’বছর ধরে ফেব্রিক ও তুলির টানে ফুটিয়ে তোলেন বিভিন্ন জিনিসের উপর রকমারি ডিজাইন। প্রথম অবস্থায় তেমন চাহিদা না থাকলেও বর্তমানে তাঁর হাতে তৈরি ডিজাইনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে ক্লে ও ফেব্রিক দিয়ে বিভিন্ন জিনিসের আদলে তৈরি এই রাখি একটু ভিন্ন ধরনের। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের। দামও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যেই। মাত্র ৩০ টাকা থেকে ৮০ টাকার মধ্যেই। ফলে সকলেই সাধ্যমত রাখি কিনতে পারছেন।
advertisement
অনেকে মনে করেন, উল বা ফুলের রাখির পরিবর্তে ক্লে দিয়ে তৈরি রাখি কেনাই ভাল। কারণ অন্য সব রাখি পরালে কিছুদিন পরেই তা সকলেই খুলে ফেলে। এমনকি ফুলের রাখি নষ্ট হয়ে যায় সহজেই। কিন্তু এই রাখি একবার পরালে খুলতে মন চাইবে না। খুললেও তা ফেলে না দিয়ে সযত্নে রেখে দেবেন দাদা ও ভাইয়েরা। এমনকি, সচরাচর বালুরঘাটে দেখা যায় না বললেই চলে। তাই প্রতিবার রাখিতে কিছুটা নতুনত্ব থাকলেও এবছর শহরবাসীর নজর কাড়ছে ইন্দ্রানীদেবীর তৈরি রাখি।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 2:22 PM IST