আপাতত দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের নীচে নামার ক্ষেত্রে ‘না’ ! নির্দেশিকা জারি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Rain Havoc In North Bengal: খুব প্রয়োজন না হলে দার্জিলিংয়ে না আসার পরামর্শ। কেন না রোহিনী রোড বন্ধ। কার্শিয়ংয়ের দিলারামে ধস। বিকল্প হিলকার্ট রোড খোলা থাকলেও কার্শিয়ং পর্যন্ত আসতে পারবে। রাস্তা সংস্কারের কাজ চলছে।
পার্থপ্রতিম সরকার, দার্জিলিং: আপাতত দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের নীচে নামার ক্ষেত্রে ‘না’ নির্দেশিকা জারি! হোটেলেই থাকার আর্জি। জানাল জেলা পুলিশ। খুব প্রয়োজন না হলে দার্জিলিংয়ে না আসার পরামর্শ। কেন না রোহিনী রোড বন্ধ। কার্শিয়ংয়ের দিলারামে ধস। বিকল্প হিলকার্ট রোড খোলা থাকলেও কার্শিয়ং পর্যন্ত আসতে পারবে। রাস্তা সংস্কারের কাজ চলছে। আরও ৩-৪ ঘণ্টা সময় লাগবে। জানালেন পুলিশ সুপার প্রবীন প্রকাশ।
এক রাতের বৃষ্টিতে দার্জিলিঙের পরিস্থিতি ভয়াবহ। মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গিয়েছেন চার জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন পর্যটকেরা। সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজ চলছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
দার্জিলিঙে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে গিয়েছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এ ছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে, যা বেশ বিরল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
October 05, 2025 11:46 AM IST