North Dinajpur News: মহিলার শরীরের ভিতরের অঙ্গ উল্টোদিকে! বিরল অস্ত্রোপচার করে নজির চিকিৎসকের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
North Dinajpur News: বিরল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করলেন রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক অরূপ দত্ত। রায়গঞ্জ ব্লকের গোড়াহার গ্রামের ৫৩ বছরের আবেদা বিবি।
উত্তর দিনাজপুর: বিরল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করলেন রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক অরূপ দত্ত। রায়গঞ্জ ব্লকের গোড়াহার গ্রামের ৫৩ বছরের আবেদা বিবি। সম্প্রতি ভীষণ রকমের পেটে ব্যথা নিয়ে এক নার্সিংহোমে ভর্তি হন। তার গলব্লাডারে পাথর ধরা পড়ার পাশাপাশি দেখা যায় তার গল ব্লাডার, লিভার উল্টোদিকে রয়েছে।
আরও পড়ুনঃ বিরিয়ানি দেখলেই খাই খাই? এই ঘটনা শুনলে দ্বিতীয়বার খাবার আগে দশবার ভাববেন, গ্যারান্টি!
স্বাভাবিকভাবে গলব্লাডার থাকে ডানদিকে। তবে, এক্ষেত্রে রায়গঞ্জ ব্লকের আবেদা বিবির গলব্লাডার উল্টো দিকে রয়েছে। তাঁর অস্ত্রোপচার চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় চিকিৎসকের কাছে।
advertisement
চিকিৎসক অরুপ দত্ত বলেন, ‘তিনি সম্প্রতি ডান দিকে পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন। ইউএসজি করে দেখা যায় তাঁর গলব্লাডারে পাথর আছে। অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় তাঁর গলব্লাডার বাঁ দিকে। ২০ লক্ষ মানুষের গলব্লাডার অস্ত্রোপচার করলে একজনের এমন দেখা যায়। আমার জীবনের প্রথম ও শেষ বিরল অস্ত্রোপচার হয়তো এটি। ওই মহিলার গোটা শরীরের গঠনটাই ভিন্ন রকমের। এর আগে কখনও ইউএসজি হয়নি বলেই তা চিকিৎসকেরা জানতে পারেননি। গলব্লাডারের অবস্থা খুবই খারাপ ছিল। তবে আর সমস্যা হবে না। এদিন অস্ত্রোপচার করে সুস্থ হয় সেই মহিলা। অস্ত্রোপচার করতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছিল।’ বর্তমানে মহিলা সুস্থ ও তাঁর পরিবারের লোকেরা খুব খুশি।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 8:54 PM IST
