Bangla Video: নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ জেলা পুলিশ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Bangla Video: রায়গঞ্জ শহরকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি নিরাপত্তার বেষ্টনীতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনার পর বারংবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
উত্তর দিনাজপুর: নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ জেলা পুলিশ। শহর জুড়ে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মহিলাদের এবং সেসঙ্গে রায়গঞ্জ শহরকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি নিরাপত্তার বেষ্টনীতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনার পর বারংবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নারীর স্বাধীনতার দাবিতে রাত দখলের গ্রহণ করেছে গোটা রাজ্য। সে ক্ষেত্রে মেয়েরা রাস্তা ঘাটে কিংবা কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
আরও পড়ুন: হাসপাতালে সিটি স্ক্যানের ঘরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ! হাওড়ায় ধুন্ধুমার
যেখানে রয়েছে উইমেন্স হেল্পলাইন নম্বর, রায়গঞ্জ পুলিশ স্টেশন নম্বর এবং কন্ট্রোল রুমের নম্বর। উইমেন্স হেল্পলাইন কন্ট্রোলরুমে ফোন করে সাহায্য চাইলে সকাল সন্ধ্যা উইনারস টিম দ্রুততার সাথে সেখানে পৌঁছে গিয়ে তাদের সাহায্য করবে। একইভাবে কালিয়াগঞ্জ শহরে ও যথেষ্ট ভাবে সজাগ রয়েছে উইনারস টিম। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বরে ফোন করলে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত যে কোন এলাকায় সংশ্লিষ্ট থানার পুলিশ সেই ঘটনায় হস্তক্ষেপ করবে।
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি জানান সহজ জুড়ে ইতিমধ্যেই ১০০ টি ভোট লাগানো হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মনিটরিং চলছে। কোথাও সমস্যা নজরে এলেই তৎক্ষণাৎ পুলিশ মোবাইল ভ্যান সেখানে পৌঁছে গিয়ে ঘটনা তদন্ত করছে। যেকোন রকম সমস্যায় ওমেন্স হেল্পলাইন নম্বর ৮৩৭০৯৫৪৫৪৩, রায়গঞ্জ পুলিস স্টেশনের ০৩৫২৩২৫২৩৩৭ এবং কন্ট্রোল রুমের ৯১৪৭৮৮৯১১৯ নাম্বারে ফোন করলে মিলবে সমাধান।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 1:54 PM IST