লকডাউন ভাঙায় কান ধরে ওঠবোস করাল পুলিশ ! অনেককে গ্রেফতারও করা হল

Last Updated:

শহরে অহেতুক ঘোরাফেরা করা মানুষদের দাঁড় করিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ, উত্তরে পুলিশ সন্তুষ্ট না হলে তাকে কানধরে উঠবস করিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

#রায়গঞ্জ: লকডাউন অমান্যকারিদের কানধরে  ওঠবোস করাল পুলিশ। সার্বিক লকডাউন মানাতে সারাদিন জেলা পুলিশ সক্রিয় ছিল। রাজ্য সরকারের ডাকা সাপ্তাহিক সার্বিক লকডাউনের তৃতীয়দিন  বুধবারেও  উত্তর দিনাজপুরে সকাল থেকে দোকানপাট খোলেনি।হাটবাজার খোলেনি।সকালের দিকে রাস্তায় লোকের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ অকারণে রাস্তায় বেরিয়ে পড়ে। জেলা পুলিশ বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করে।শহরে অহেতুক ঘোরাফেরা করা মানুষদের দাঁড় করিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ, উত্তরে পুলিশ সন্তুষ্ট না হলে তাকে কানধরে উঠবস করিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।
দুপুর নাগাদ রায়গঞ্জ থানার বাহিনী নিয়ে অভিযানে নামে পুলিশ।রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চলে।রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকার যুবকরা লকডাউনের পিকনিক করছিল।পুলিশ সেখানে হাজির হলে যুবকরা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করেন। গ্রেফতার এড়াতে একযুবক পুকুরে ঝাঁপ দেন।গোয়ালপাড়া এলাকা থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। রায়গঞ্জের বেশ কিছু এলাকায় দোকান পাট খোলা থাকায় পুলিশ গিয়ে সেই সমস্ত দোকান বন্ধ করে দিয়ে, লকডাউন ভঙ্গ করার অভিযোগে পুলিশ দোকান মালিকদের গ্রেফতার করে। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৫১ জন হলেও সুস্থ হওয়ার সংখ্যাটাও যথেষ্ট বেশি। এই জেলায় করোনাকে জয় করে ৬৫৫ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা রাজ্য সরকারের সাপ্তাহিক পূর্ণ লকডাউনকে মান্যতা দিয়ে নিজেদের ঘরে থেকে করোনার চেন কে ভেঙে ফেলার শপথ নিয়েছেন এটা বলাই যায়।
advertisement
UTTAM PAUL 
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লকডাউন ভাঙায় কান ধরে ওঠবোস করাল পুলিশ ! অনেককে গ্রেফতারও করা হল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement