কোয়ারেন্টাইন সেন্টারে নিম্নমানের খাবার বিলির অভিযোগে বিক্ষোভ
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
হরিশ্চন্দ্রপুর প্রশাসন জানিয়েছে, খাবারের মান নিয়ে শ্রমিকদের অসন্তোষ এর খবর পাওয়া গিয়েছে। সমস্যা মেটাতে আপাতত পলিপ্যাক এর পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে খাবার দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
#মালদহ: খাবারের মান নিয়ে অসন্তোষ মালদহের হরিশ্চন্দ্রপুর কোয়ারেন্টাইন সেন্টারে। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের একাংশের। হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজ এর ঘটনা। খাবারের মান নিয়ে অভিযোগ তুললে খাবার সরবরাহের দায়িত্বে থাকা কর্মীরা শ্রমিকদের হেনস্তা করে এবং হুমকি দেয় বলেও অভিযোগ। গোলমালের খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
হরিশ্চন্দ্রপুর প্রশাসন জানিয়েছে, খাবারের মান নিয়ে শ্রমিকদের অসন্তোষ এর খবর পাওয়া গিয়েছে। সমস্যা মেটাতে আপাতত পলিপ্যাক এর পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে খাবার দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে খাবারের মান সঠিক রয়েছে কিনা তাও দেখা হবে। জানা গিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে মালদহের হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে কোয়ারেন্টাইন সেন্টার চালু করেছে প্রশাসন। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে সেই সেন্টারে।
advertisement
বর্তমানে বিহার এবং হরিশ্চন্দ্রপুরের প্রায় ৫0 জন শ্রমিক রয়েছে সেখানে। তিন বেলা খাবার দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু, খাবারের মান যথার্থ নয় বলে অভিযোগ। রাতে খাবার সরবরাহের পর এই খাবার দিতে আসা কর্মীদের সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের মধ্যে তুমুল বচসা হয়। দু'পক্ষের মধ্যে গোলমালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন গোলমাল, চিৎকার-চেঁচামেচি শব্দ পান বলে জানিয়েছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2020 1:25 PM IST