#বালুরঘাট: সরকারের নির্দেশিকাকে (West Bengal Governments Order) বুড়ো আঙ্গুল দেখিয়ে কোভিড নিয়ম না (Covid 19 Restrictions) মেনেই চলছে স্কুল (School), সংবাদমাধ্যমের (Media) প্রতিনিধিরা পৌঁছতেই বেপাত্তা হয় যান স্কুলের আধিকারিকরা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) সদর শহর বালুরঘাটের (Balurghat) কলেজ মোড় সংলগ্ন অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতনে।
করোনা অতিমারীর (COVID 19 Pandemic) জেরে ২০২০ সালের মার্চ (March) মাস থেকে বন্ধ স্কুল-কলেজ থেকে উচ্চ শিক্ষার সমস্ত প্রতিষ্ঠান (Educational Insttutions)। মাঝে লকডাউন (Lockdown) শিথিল করে স্কুল খোলার ভাবনা চিন্তা শুরু হলেও, ফের সংক্রমণ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত বদলে ফেলা হয়। ফলে দেড় বছর হয়ে গেলেও, কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। এমনকি এ বারের মাধ্যমিক (Madhyamik 2021) বা উচ্চ মাধ্যমিক (Higher Secondary 2021) পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে। এ মতাবস্থায় সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বালুরঘাটের প্রাণকেন্দ্রে শিশুদের স্কুল খুলে চলছিল পঠনপাঠন।
বুধবার অভিযাত্রী শিশু বিদ্যা নিকেতন স্কুলে সংবাদমাধ্যমের কর্মীরা পৌঁছলে দেখা যায় স্কুলের দুটি ঘরে খুদে শিশুদের ক্লাস চলছে। সরকারি নির্দেশনামা না মেনে কীভাবে স্কুল চলছে, এ কথা স্কুলের প্রাধান শিক্ষিকা রুপালি সাহা-কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি স্কুল খোলার বিষয়ে প্রশাসনের কোনও অনুমতি রয়েছে কিনা, তাও তিনি স্পষ্ট করেননি।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা রুপালি সাহা বলেন, অভিভাবকদের চাপেই স্কুল খোলা হয়েছে। ক্লাস চলছে। তবে স্কুল খোলার বিষয়ে অনুমতি আদৌ রয়েছে কিনা, তা তার জানা নেই, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ বলতে পারবেন। ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) শ্রী বিবেক কুমার বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
তথ্য সহায়তাঃ অনুপ সান্যাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balurghat, Coronavirus, COVID 19 Guidelines