Jalpaiguri News: প্রাথমিক বিদ্যালয়ে ই-বুক! প্রত্যন্ত গ্রামের এই প্রাথমিক স্কুল দেখলে মাথা ঘুরে যাবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ি: সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ডিজিটাল! ঝাঁ চকচকে প্রাইভেট স্কুলে উন্নতমানের পঠনপাঠনের জন্যে ক্রমেই ছাত্রাভাবে ধুঁকছে সরকারি স্কুল গুলি। কিন্তু এবার পড়ুয়াদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই সরকারি স্কুলটিকে ডিজিটালের মোড়কে রাঙিয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তারা। স্কুলের শিক্ষকরা একত্রিত হয়ে গুগল ড্রাইভের মধ্যে গোটা বইয়ের পিডিএফ তুলে ফেলেছে। তার মধ্যেই কিউ.আর কোড স্ক্যান করলে গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে সোজা চলে আসবে গোটা বই। সহজ পাঠ থেকে পঞ্চম শ্রেণির সব বইই মিলবে এমন ই-বুক হিসেবে৷ এর জন্যে গুনতে হবে না বাড়তি মূল্য।
advertisement
advertisement
কোনও কারণে বই হারিয়ে গেলে কিংবা কোনও জায়গায় বই সঙ্গে করে নিতে যাওয়া সম্ভব না হলে তখন বাচ্চারা মোবাইল থেকে সহজেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারবে৷ এরপর ধীরে ধীরে আরও কীভাবে পঠনপাঠনের ধরণ উন্নত করা যায় সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
advertisement
আরও পড়ুন: ৭ দিনের অপেক্ষা! ৩১ জুলাই থেকেই বৃহস্পতি তুঙ্গে ৫ রাশির, সাফল্যের পথে সব বাধা কাটবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে
এর পাশাপাশি গোটা স্কুলকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাচ্চাদের কাছে প্রাথমিক শিক্ষাটাই সর্বপ্রথম শিক্ষা, যা শিখবে তাই করবে। বলাই বাহুল্য, এখন থেকেই ডিজিটালের প্রভাবে প্রাথমিক বিদ্যালয় উন্নত হলে তবেই ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং সরকারি স্কুলের প্রতি অভিভাবকদেরও আস্থা জন্মাবে বলে আশাবাদী শিক্ষকমহল।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 9:37 PM IST