নেই ওষুধ কেনার টাকা ! জুটছে না খাবার ! লকডাউনে অনাহারে দিন কাটছে পুরোহিতদের !
- Published by:Piya Banerjee
Last Updated:
পূজা অর্চনা না হওয়ায় উপার্জন পুরোপুরি বন্ধ।
#রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পুরোহিতদের পাশে দাড়ালেন স্থানীয় পঞ্চায়েত।পঞ্চায়েত এলাকার পঞ্চাশ জন পুরোহিতে হাতে খাদ্য সামগ্রী সাবান তুলে দিলেন।খাদ্য সামগ্রী পেয়ে খুশী পুরোহিতরা।
দেশ জুড়ে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত দেশের মানুষ।সারা দেশে লকডাউন পিরিয়ড চলছে।এই লকডাউন পিরিয়ডে অন্য পেশার মত পুরোহিতরা পড়েছেন সমস্যায়।
যারা যজমানি করে সংসার চালান আজ তারা চরম সংকটের মধ্যে দিন যাপন করছেন। করোনা ভাইরাস মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরন দেখা দিয়েছে।মানুষ বাড়িতে পুজো করতে চাইছেন না। ফলে পূজা অর্চনা না হওয়ায় উপার্জন পুরোপুরি বন্ধ।দিলীপ মুখার্জী নামে এক পুরোহিত জানালেন তার স্ত্রী অসুস্থ।নিয়মিত খাওয়া দাওয়া সহ ওষুধপত্র তিনি দিতে পারছেন না। ওষুধ কেনার পয়সা না থাকায় বেশ কিছুদিন তাকে বিনা ওষুধেই থাকতে হচ্ছে। আজ পঞ্চায়েতের তরফ থেকে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এতে কিছুদিন তারা খেতে পারবেন।তাদের অবস্থা কি এটা বলে বোঝানো সম্ভব নয়।পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন,লকডাউনের পর থেকে সমস্ত পূজা অর্চনা বন্ধ থাকায় পুরোহিতরা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।এটা জানতে পেরে পঞ্চায়েতের ৫০ জন পুরোহিতের হাতে চাল,ডাল,সব্জি,সাবান তুলে দিলেন।
advertisement
advertisement
UTTAM PAUL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 24, 2020 12:27 AM IST