Bizarre News: অবশেষে স্বামী নিলাম...! অবাক কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে! কী ঘটেছিল আসলে? কত দাম উঠল জানেন?

Last Updated:

Bizarre News: স্বামী নিলাম...! এক্কেবারে ঠিক শুনছেন। স্বামীকে ঘিরে দুই স্ত্রীর 'দরাদরি'! ধূপগুড়িতে এই কাণ্ড ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অবাক হয়ে জানতে ইচ্ছে করছে তো ঘটনাটি ঠিক কী? স্বামীকে ঘিরে রয়েছে দুই স্ত্রী? তাদের মধ্যে চলছে রীতিমতো দর কষাকষি!

স্বামী বিক্রয় 
স্বামী বিক্রয় 
জলপাইগুড়ি: স্বামী নিলাম…! এক্কেবারে ঠিক শুনছেন। স্বামীকে ঘিরে দুই স্ত্রীর ‘দরাদরি’! ধূপগুড়িতে এই কাণ্ড ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অবাক হয়ে জানতে ইচ্ছে করছে তো ঘটনাটি ঠিক কী? স্বামীকে ঘিরে রয়েছে দুই স্ত্রী? তাদের মধ্যে চলছে রীতিমতো দর কষাকষি! এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন গ্রাম। একদিকে প্রথম পক্ষের স্ত্রী, অন্যদিকে দ্বিতীয় পক্ষ, যিনি সরাসরি দাবি তুললেন, “স্বামীকে নিতে হলে দিতে হবে পাঁচ লক্ষ টাকা!”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীরহাটের এক ব্যক্তি বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও ময়নাগুড়ির এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রণয়ের টানে ছয় মাস আগে ওই গৃহবধূ স্বামীর বাড়ি চলে আসেন। কিন্তু প্রথম স্ত্রী কিছুতেই তাঁকে মেনে নিতে রাজি না হওয়ায়, ওই দম্পতি শিলিগুড়িতে গিয়ে থাকতে শুরু করেন। সম্প্রতি তাঁর স্বামী উধাও হয়ে যান! এক সপ্তাহ ধরে নিখোঁজ। তারপরই দ্বিতীয় স্ত্রী হানা দেন প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে। আর সেখানেই শুরু হয় চরম বাকবিতণ্ডা। পড়শিরা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড
চাঞ্চল্যের কেন্দ্রে থাকা দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, ‘আমার আর কোনও উপায় নেই। আমি আগের স্বামীর কাছে ফিরতে পারব না। তাহলে অন্তত পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক, আমি সরে যাই। তিন লক্ষে কিছুই হবে না।’ যদিও ঘটনায় মুখ খোলেননি প্রথম স্ত্রী। তবে গুণধর স্বামীর মা জানান, “বাড়িতে অশান্তি হবে বুঝে তাদের অন্যত্র থাকতে বলেছিলাম। এখন এসে দাবি তুলছে স্বামী না হলে টাকা দিতে হবে!” ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালেও গ্রামে মোড়লদের নিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে। তবে এমন ঘটনায় অবাক গ্রামবাসী, ভালবাসা, প্রতারণা নাকি স্বামীর ‘বাজারদর’? গুঞ্জন ছড়াচ্ছে নানা দিক থেকে।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bizarre News: অবশেষে স্বামী নিলাম...! অবাক কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে! কী ঘটেছিল আসলে? কত দাম উঠল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement