#জলপাইগুড়ি: গণধর্ষণে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা কিশোরীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটে। ৪ মাস আগে গণধর্ষণের শিকার হন এই কিশোরী। অভিযোগ তির, স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বিগত চার মাস ধরে দিনের পর দিন দুষ্কৃতীরা কিশোরীকে চাপ দিয়ে গিয়েছেন, যাতে তিনি কোথাও মুখ না খোলেন। যেন প্রকাশ্যে না আসে এই নক্কারজনক ঘটনা! ধর্ষণের কারণে, কিশোরী অন্তঃসত্ত্বা হন। কিন্তু, তাঁর পরিবার এই শিশুকে পৃথিবীতে আনতে চান না। তাঁরা কিশোরীর গর্ভপাতের চেষ্টা করেন।
কিন্তু শরীরের উপর এত ধকল সথ্য করতে পারেনন না মেয়েটি! অসুস্থ ছিলেনই, গর্ভপাতের চেষ্টা দরুণ আরও অসুস্থ হয়ে পরেন। অবশেষে, সব শেষ! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর। পুলিশকে মৌখিক অভিযোগ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-মালদহে বেপরোয়া লরির ধাক্কায় মৃত ৪
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dies, Gangrape, Jalpaiguri gangrape, Pregnant Woman