Cooch Behar News: ১ কোটি ৬৮ লাখ টাকার রাস্তা! দেখলে চিনতেই পারবেন না!

Last Updated:

১ কোটি ৬৮ লাখ টাকার রাস্তা এক বছরেই শেষ

+
রাস্তার

রাস্তার বেহাল দশা

কোচবিহার: জেলা কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা, আর এই মহকুমা এলাকায় এক নং ব্লকের অন্দরান ফুলবাড়ি-এক পঞ্চায়েত থেকে অন্দরান ফুলবাড়ি-দুই পঞ্চায়েত এলাকায় যাওয়ার রাস্তা। দীর্ঘ তিন বছর আগে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয়। তবে বছর ঘুরতে না ঘুরতেই রাস্তার অবস্থা হয়ে দাঁড়ায় বেহাল। রাস্তার মাঝে সৃষ্টি হয় বেশ বড় মাপের গর্ত। বর্তমান সময়ে রাস্তার অবস্থা আরও অনেকটাই বেহাল হয়ে দাঁড়িয়েছে। এই পথে চলাচল করতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। তবুও রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে না।
এলাকার এক স্থানীয় বাসিন্দা দেবজিৎ বর্মন জানান, “কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ১ কোটি ৬৮ লক্ষ ৩৩৯ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ করেছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটির শিলান্যাস হয় ২০১৯ সালের অক্টোবর মাসে। তারপর উত্তরবঙ্গে প্রথম অন্দরান ফুলবাড়িতেই ন্যানো প্রযুক্তি এই রাস্তা তৈরি হয়। তবে তৈরির এক বছরের মধ্যেই রাস্তাটি নষ্ট হতে শুরু করে। উঠে যায় পিচের চাদর, তৈরি হয় বড় বড় গর্ত। উন্নত ন্যানো প্রযুক্তির রাস্তার বেহাল দশায় প্রশ্ন উঠছে একাধিক। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।”
advertisement
advertisement
এলাকার এক স্কুল পড়ুয়া ছাত্রী সঙ্গীতা বর্মন জানান, “দ্রুত রাস্তাটি মেরামত করা উচিত। এই রাস্তা দিয়ে বলরামপুর হাইওয়ে ওঠা যায় খুব সহজেই। পাশাপাশি এখান দিয়ে তুফানগঞ্জে খুব তাড়াতাড়ি পৌঁছনো যায় বাইপাস হিসেবে।” এলাকার স্থানীয় বাসিন্দা এক বয়স্ক মহিলা পার্বতী বর্মন জানান, “মূলত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তাটির এই অবস্থা। এখন মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে এখানে। গ্রামের রাস্তার এমনই বেহাল দশা যে, অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে চায় না। অসুস্থ রোগী, গর্ভবতী মহিলাদের নিয়ে চলাচল করা একেবারেই অসম্ভব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্দরান ফুলবাড়ি-এক পঞ্চায়েত প্রধানের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। তবে তিনি এই বিষয় নিয়ে কোন প্রকার মন্তব্য প্রকাশ করতে চাননি। একপ্রকার প্রশাসনিক গাফিলতির কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না এটুকু নিশ্চিত। তাই বর্তমান সময়ে এই রাস্তার বিষয় নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ জমছে। যদিও এলাকার সকল স্থানীয় মানুষের দাবি দ্রুত প্রশাসনিক উদ্যোগে এই রাস্তা তৈরি করা হোক।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ১ কোটি ৬৮ লাখ টাকার রাস্তা! দেখলে চিনতেই পারবেন না!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement