#কোচবিহার: হিমঘরে আলু রাখা নিয়ে সমস্যার সমাধানে আরও নতুন হিমঘর তৈরির জন্য জেলাপ্রশাসনের কাছে ভর্তুকি দাবি করলেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের তরফে জেলাপ্রশাসন-এর বৈঠকে এমনটাই দাবি জানা। তাঁদের বক্তব্য, কোচবিহারে শিল্প গড়তে ৬০ শতাংশ ভর্তুকি দিচ্ছে রাজ্যসরকার। হিমঘর গড়তে এধরনের সহযোগিতা করা হলে জেলায় আরও ৮-১০টি হিমঘর তৈরি করা সম্ভব হবে। এর ফলে আলু সংরক্ষনের সমস্যা মিটবে। জেলাপ্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এবছর ৮ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার ১২ টি হিমঘরে আলু রাখার ক্ষমতা রয়েছে ২ লক্ষ মেট্রিক টন। ফলে আলু সংরক্ষনের জন্য বন্ড না পেয়ে ক্ষোভে ফুসছে আলু চাষীরা।
ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে আলুচাষীদের বিক্ষোভ শুরু হয়েছে।এই পরিস্থিতিতে জেলার ব্যবসায়ী ও উদ্যোগপতিরা দাবি জানান, জেলায় হিমঘর গড়ার ক্ষেত্রে রাজ্য সরকার ভর্তুকির ব্যবস্থা করুক। ব্যবসায়ীদের বক্তব্য, কোচবিহার E ক্যাটেগরি-তে পড়ে। এখানে কেউ শিল্প গড়তে চাইলে রাজ্য সরকার ৬০ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। হিমঘর গড়ার ক্ষেত্রে রাজ্য সরকার এই ভর্তুকি দিলে জেলায় আরও ৮-১০ টি হিমঘর তৈরি হবে। তাহলে আগামী দিনে আলু সংরক্ষনে সমস্যায় পড়বেন না চাষীরা। কোচবিহারের জেলাশাসক পি উলগানাথান বলেন, ‘‘ ব্যবসায়ীরা ভর্তুকির আবেদন করেছেন হিমঘর গড়ার ক্ষেত্রে। সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানিয়েছি।’’