Post Office: আর লম্বা লাইন নয়, ডাকঘর এখন হাতের কাছে,বাড়িতে বসেই হবে চিঠি,পার্সেল বুকিং
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পিকআপ এর ক্ষেত্রে উপভোক্তা তাদের চিঠি বা পার্সেল বুকিং করলে বাড়িতে এসে ডাক কর্মীরা তাদের পার্সেল বা চিঠি নিয়ে যাবেন। অন্যদিকে ড্রপ অফ অপশনের ক্ষেত্রে বুকিং করলেও উপভোক্তাদের নিজেদেরই পার্সেলটি দিয়ে আসতে হবে ডাকঘরে
মালদহ, জিএম মোমিন: এবার ডাক পরিষেবায় আধুনিকতার ছোঁয়া। ছুটতে হবে না আর ডাকঘর। সমস্ত রকম ডাক সংক্রান্ত পরিষেবা মিলবে বাড়ি থেকেই। কেন্দ্র সরকারের পোস্টাল বিভাগের উদ্যোগে তৈরি হল ‘ডাক সেবা’ নামক মোবাইল অ্যাপ। ‘সেন্টার ফর এক্সিলেন্স ইন পোস্টাল টেকনোলজি’র দ্বারা নির্মিত মোবাইল অ্যাপের মাধ্যমে ডাক পরিষেবা পাবেন উপভোক্তারা। চিঠি হোক বা পার্সেল সামগ্রী, এই অ্যাপ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে বাড়িতে বসেই বুকিং করতে পারবেন সকলে। যদিও এক্ষেত্রে দুটো অপশন রয়েছে বুকিংয়ের, পিকআপ এবং ড্রপ অফ।
পিকআপ এর ক্ষেত্রে উপভোক্তা তাদের চিঠি বা পার্সেল বুকিং করলে বাড়িতে এসে ডাক কর্মীরা তাদের পার্সেল বা চিঠি নিয়ে যাবেন। অন্যদিকে ড্রপ অফ অপশনের ক্ষেত্রে বুকিং করলেও উপভোক্তাদের নিজেদেরই পার্সেলটি দিয়ে আসতে হবে ডাকঘরে। মালদহের প্রধান ডাকঘর বিভাগের সুপার উৎপল কুমার রায় জানান, ” আধুনিক যুগে সমস্ত ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে ডাক পরিষেবাও উন্নত হচ্ছে। কেন্দ্র সরকারের উদ্যোগে উপভোক্তাদের সুবিধার্থে ‘ডাক সেবা’ নামক একটি অ্যাপ চালু হয়েছে। এতে ডাক পরিষেবা গতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।”
advertisement
মালদহ প্রধান ডাকঘর বিভাগের অ্যাসিস্ট্যান্ট রজনীশ কুমার জানান, “সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে জিনিসপত্র এবং মানি অর্ডার ট্র্যাকিং, ডাকঘর অনুসন্ধান, ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ -সহ প্রায় ১৬ রকম বিভিন্ন ডাক পরিষেবার সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।”
advertisement
শতাব্দি প্রাচীন ভারতের ডাক পরিষেবা আজ ডিজিটাল পরিষেবায় পরিণত হয়েছে। একসময় এই ডাক পরিষেবা নির্ভর ছিল মানব শক্তির উপর। তবে বর্তমানে যান্ত্রিক প্রযুক্তির আবিষ্কারের ফলে কমছে মানব শক্তির প্রয়োজন। ডাক পরিষেবায় বিলুপ্তপ্রায় রানার এবং ডাক বাক্সের ব্যবহার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Nov 18, 2025 11:22 AM IST






