Cooch Behar News: থর থর করে কাঁপছে সেতু! যখন তখন ঘটতে পারে বিপদ, জেনেও ঠুঁটো জগন্নাথ প্রশাসন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
বিপজ্জনক এই সেতুর ওপর দিয়েই অবাধে চলাচল করছে যানবাহন
দিনহাটা: দিনহাটা মহকুমার পেটলা এলাকা। দীর্ঘ সময় ধরে এই এলাকার এক বিপজ্জনক সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারপার করছেন বহু মানুষ। সেতুর কাঠামোর মূল লোহার স্তম্ভ মরিচা ধরে ক্ষয়ে গিয়েছে। ক্ষয়ে যাওয়া খুঁটির ওপর কোন রকমে দাঁড়িয়ে রয়েছে পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার ‘রাজাখোড়া এক নং সেতু’। বিপজ্জনক এই সেতুর ওপর দিয়েই অবাধে চলাচল করছে যানবাহন। ফলে যে কোন মুহুর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারী যানবহন চলাচল করার সময় রীতিমত কাঁপতে থাকছে গোটা সেতু।
এই পথে নিত্যচলাচলকারী এক ব্যক্তি প্রবীর কুমার রায় জানান, “দুই গ্রামের সংযোগ রক্ষাকারী এই সেতুটি একমাত্র ভরসা স্থানীয় মানুষদের। প্রায় ২৫ বছর আগে তৈরি করা হয়েছে এই সেতু। তবে কয়েক বছর আগে থেকেই সেতুর মূল স্তম্ভগুলিতে মরিচা ধরে ভেঙে পড়তে শুরু করে। সেতুর অবস্থা বর্তমানে একেবারেই বেহাল। তবে একপ্রকার নিরুপায় হয়ে জীবন হাতে নিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করছেন এই সেতুর ওপর দিয়ে। যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন সেই দায় নেবেন কে? সেই উত্তর নেই কারো কাছে।”
advertisement
advertisement
এলাকার স্থানীয় বাসিন্দা আজগর আলি জানান, “এলাকার স্থানীয় পঞ্চায়েতের কাছে বহুবার বিষয়টি নিয়ে জানানো হয়েছিল। তবে কোন সদুত্তর মেলেনি বিষয়টি নিয়ে। এছাড়াও ব্লক প্রশাসনের কাছেও বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুধু মাত্র আশ্বাস দিয়ে জানানো হয়েছে বিষয়টি সম্পূর্ণ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।” স্থানীয় যানচালক জানান, “যদি এই সেতু পারাপারের সময় কোন দুর্ঘটনা ঘটে যায়, তবে এর দায়িত্ব কে নেবেন? দীর্ঘ দিন আগে তৈরি করা এই সেতু নিয়ে এখন চিন্তায় থাকতে হচ্ছে স্থানীয় মানুষদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গোটা বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত চিত্ত বিশ্বাস জানান, “রাখাখোরা এক নং সেতু সংস্কার নিয়ে চিন্তাভাবনা রয়েছে। কিছুটা সময়ের মধ্যেই কাজটি করা হবে।” তবে আদতে কবে এই সেতুর সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে সেই প্রশ্ন উঠছে শুরু করেছে সকলের মধ্যে। বর্তমানে এই সেতু সংস্কার না হওয়া পর্যন্ত প্রাণের ঝুঁকি নিয়েই সেতু পারাপার করে চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষদের।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2025 3:55 PM IST







