Cancer Center: রয়েছে সবরকম যন্ত্রপাতি, নেই সঠিক পরিকাঠামো! সব মিলিয়ে ধুঁকছে হাতের কাছের ক্যান্সার সেন্টার
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এমন একটি ক্যান্সার সেন্টারের উদ্বোধন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু
কোচবিহার: আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলা কোচবিহার। এই জেলায় দীর্ঘ সময় আগে স্থাপন করা হয়েছিল ক্যান্সার সেন্টার। যেখান থেকে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন কোচবিহার, আলিপুরদুয়ার, নিম্ন অসমের একটি বড় অঞ্চলের মানুষ। দীর্ঘ সময় আগে কোচবিহারের একজন জননেতা কমল গুহ দ্বারা এই সংস্থাটিকে স্থাপন করা হয়। ১৯৮৯ সালে এই সংস্থাটি স্থাপন করা হয় কোচবিহারের শালবাগান সংলগ্ন এলাকায় এবং এটি উদ্বোধন করেছিলেন সেই সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বর্তমানে একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে এই সংস্থাটি।
টোটো চালক সমীর দে জানান, “আগে এখানে প্রতি মাসে প্রায় ২০০ থেকে ২৫০ রোগী চিকিৎসা গ্রহণ করতে আসতেন। সেখানে এখন সেই সংখ্যা অনেকটা কমেছে। পরিকাঠামোগত নানা সমস্যা থাকার কারণে কাজ করতে গিয়ে রীতিমত অসুবিধার সম্মুখীন হতে হয় এখানের কর্মীদের। তাই বর্তমান সময়ে ধুঁকতে শুরু করেছে এই জায়গাটি।” এই সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর জানান, “তাঁদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও পরিকাঠামো গত নানা কারণে তাঁরা সেটিকে ব্যবহার করতে পারছেন না। এর মূল কারণ হল পর্যাপ্ত অর্থের কোনও যোগান না থাকা দীর্ঘ সময় ধরে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি অবহেলার কারণে রীতিমত খারাপ পরিস্থিতি এখানে। রাজ্য সরকারের হয়ত এই সংস্থাটিকে সরকারের আওতায় নিয়ে নেওয়া উচিত। তবেই ক্যান্সার সেন্টারের অন্ধকার আকাশে কিছুটা আশার ফুটে উঠবে। এখন বর্তমানে বেসরকারিভাবে চলছে এই জায়গাটি। ফলে লোকজন খুবই কম আসছেন এখানে। কিন্তু যদি সরকারি ভাবে এর কাজ দেখভাল হয়। তবে পরিকাঠামোর উন্নতি হবে আরও অনেক মানুষ আসবেন চিকিৎসা করাতে।”
advertisement
বর্তমানে জায়গাটিকে ঘিরে একাধিক আশার আলো দেখছেন জেলার এবং উত্তরবঙ্গের মানুষেরা। যদিও এখনও পর্যন্ত এই জায়গাটির সঠিক সুরাহা হয়ে উঠতে পারেনি। তবে অদূর ভবিষ্যতে যদি এই জায়গাটির সরকারীকরণ সম্ভব হয়। তবে বহু ক্যান্সার আক্রান্ত মানুষের অনেকটা উপকার হবে। জেলার মানুষদের পাশাপাশি উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বহু মানুষ এই জায়গাতে আসতে পারবেন চিকিৎসা করাতে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 6:54 PM IST
