Parvo Virus: পোষ্য কুকুরের বমি-ডায়রিয়া, ওজন কমছে? ভয়ঙ্কর রোগের শিকার, সাবধান
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
সঠিক সময়ে পোষ্যকে প্রতিষেধক না দিলেই এই রোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে অনেকটা। মূলত ৬ মাস বয়সের পর থেকেই পার্ভোতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকছে বাড়ির পোষ্যর।
কোচবিহার: মরশুম পরির্বতনের এই সময় পথকুকুর কেবল নয়, বাড়ির পোষা কুকুরও আক্রান্ত হতে পারে। তাই এই সময় বহু পোষ্য কুকুর আক্রান্ত হচ্ছে পার্ভো ভাইরাসে। তাই সঠিক সময়ে পোষ্যকে প্রতিষেধক না দিলেই এই রোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে অনেকটা। মূলত ৬ মাস বয়সের পর থেকেই পার্ভোতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকছে বাড়ির পোষ্যর। বেশ কিছু লক্ষণও দেখা যাচ্ছে পোষ্যের শরীরে। পার্ভো ভাইরাস খুবই বিপজ্জনক। এক সময়ে পথকুকুরদের মধ্যে মহামারির মতো ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। বর্তমানে তা বাড়ির পোষা কুকুরের শরীরেও ঢুকতে শুরু করেছে।
কোচবিহারের এক পশু অভিজ্ঞ ব্যক্তি সন্দীপন আইচ জানান, “পোষ্য কুকুর কিনে এনে অনেকেই সঠিক সময়ে প্রতিষেধক দেন না। মূলত এই ভ্যাকসিনের দাম একটু বেশি তাই অনেকেই বাদ রাখেন এটি। তাই সহজেই এই রোগে আক্রান্ত হয় সেই পোষ্য। আক্রান্ত কুকুরের মধ্যে বমি, ডায়েরিয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। মলের সঙ্গে রক্ত বের হতেও দেখা যায়। বাড়ির পোষ্যের যদি জ্বর, পেটখারাপ, বমি চলতেই থাকে, সেই সঙ্গে কিছুটা খিঁচুনির লক্ষণ দেখা দেয়। তবে আর দেরি না করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এই সময়ে কুকুরদের হৃৎস্পন্দন বেড়ে যায়। শ্বাস নিতেও সমস্যা হয়।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তিনি আরোও জানান, “পার্ভো মূলত দুই দু’রকমের হয়। এর পুরো নাম ক্যানাইন পার্ভো ভাইরাস। প্রথম অবস্থায় চিকিৎসা না করালে পরে আর ওষুধে তেমন কাজ হয় না। প্রাণ সংশয়ও দেখা দেয় এই ভাইরাসের ক্ষেত্রে। রটওয়েলার, পিটবুল, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান, জার্মান শেফার্ড, স্প্যানিয়েল ককারের মতো প্রজাতির কুকুর তাড়াতাড়ি আক্রান্ত হতে পারে। ক্যানাইন পার্ভো ভাইরাস বা সিপিভি সংক্রমিত কুকুরের মল কিংবা বমি শুঁকে নিলে বা তার সংস্পর্শে এলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত কুকুরের থেকে গর্ভস্থ সন্তানের মধ্যেও ঘটতে পারে সংক্রমণ। জন্মানোর পরে খুব অল্প বয়সে এই কুকুরগুলি মারা যায়।”
advertisement
আক্রান্ত হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে বাঁচার সম্ভবনা থাকে পোষ্যর। তবে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করতে হয় দ্রুত। নাহলে আর কিছুই উপায় থাকে না।
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 6:34 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Parvo Virus: পোষ্য কুকুরের বমি-ডায়রিয়া, ওজন কমছে? ভয়ঙ্কর রোগের শিকার, সাবধান