Bidhan Market || মরসুমের প্রথম বৃষ্টিতেই ঐতিহ্যশালী বিধান মার্কেটের ক্ষতি কোটি টাকা, স্থায়ী সমাধান চাইছেন ব্যবসায়ীরা
- Published by:Rachana Majumder
Last Updated:
Bidhan Market || মার্কেট উঁচু না করলে দুর্ভোগ কমবে না, সাফ দাবি ব্যবসায়ীদের৷ ৫০ কোটি অনুমোদন দিয়েছে রাজ্য, দ্রুত কাজ শুরু হবে বলে জানান ডেপুটি মেয়র৷
দু'দিন আগের বৃষ্টিতে বেহাল অবস্থা শিলিগুড়ির ঐতিহ্যশালী বিধান মার্কেটের। বর্ষার জল ঢুকে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। শুধু বিধান মার্কেটেরই ক্ষতির অঙ্ক প্রায় ৩৫ লক্ষ টাকা৷ আনাজ বাজারের ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ৷ এর সঙ্গে জুড়তে হবে হংকং মার্কেট, চাতাল বাজার, তুলাপট্টি, শেঠশ্রীলাল মার্কেট। সব মিলিয়ে কোটি টাকার লোকসান হয়েছে এক বৃষ্টিতেই। বেহাল নিকাশিকেই দায়ি করেছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মুছে গেল অভিমান, ফের তৃণমূলে ফিরছেন শোভন? 'দিদি'র সঙ্গে সাক্ষাতেই সব স্পষ্ট
অভিযোগ ড্রেনগুলিতে প্লাস্টিক সহ বর্জ্য পদার্থের পাহাড়৷ কোথাও আবার জল বেরোনর মুখগুলিও বন্ধ। আর দ্বিতীয় কারণ, মার্কেটটি অনেকটাই নীচু। যার জন্যে হাকিমপাড়া, আশ্রমপাড়া, বিধান রোডের জল ঢুকে পড়ে বিধানমার্কেটে। হাই ড্রেন হলেও পুরোটা সম্পন্ন হয়নি। তাই ফি বর্ষায় দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। তাই তাঁরা চান এর একটা সুষ্ঠু ব্যবস্থা হোক। স্থায়ী সমাধান চাইছেন ব্যবসায়ীরা। জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন। যা ব্যবসায়ী সংগঠনের পক্ষে করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
সেই বাম আমল থেকেই বিধান মার্কেটের আধুনিকিকরণের প্রস্তাব শোনা যাচ্ছে। রাজ্যে পালা বদলের ১১ বছর পরও সেই তিমিরেই এই মার্কেট।স্থানীয় ব্যবসায়ী বিপ্লব সাহার অভিযোগ, ড্রেনগুলি অপরিষ্কার। তাই এই দুর্দশা। এর আগে এমনটা হয়নি। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, মার্কেট উঁচু না করলে এই দুর্ভোগ পোহাতে হবে। পুরসভাকে এগিয়ে আসতে হবে। সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুণ্ডুর দাবি, নিকাশি নালার নিয়মিত সংস্কার প্রয়োজন। অন্যদিকে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, মুখ্যমন্ত্রী নিজেও বিধান মার্কেটের ঐতিহ্য অটুট রাখতে উদ্যোগী। ক্ষমতায় আসার পরই ৫০ কোটি টাকা অনুমোদনও দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। মাস চারেক হল পুরসভার দায়িত্বে তৃণমূল। পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 5:24 PM IST