Toto driver viral news: টোটো নিয়ে বড় ভাবনা, ঘুম উড়তে পারে চালকদের! এবার থেকে টোটোয় লাগাতে হবে কিউআর কোর্ড

Last Updated:

Toto driver: টোটোকে বাগে আনতে এবার স্টিকারের ভাবনা নিয়েছে পুলিশ। চারটি জোনে ভাগ করা হবে টোটোগুলিকে। সেইমতো চারটি পৃথক রঙের স্টিকার তৈরি করা হয়েছে।

শহরে টোটোয় লাগবে ভিন্ন রঙের স্টিকার 
শহরে টোটোয় লাগবে ভিন্ন রঙের স্টিকার 
শিলিগুড়ি : শিলিগুড়িতে রুট অনুযায়ী টোটো চিহ্নিত করতে এবার বিশেষ পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের। টোটোকে বাগে আনতে এবার স্টিকারের ভাবনা নিয়েছে পুলিশ।
চারটি জোনে ভাগ করা হবে টোটোগুলিকে। সেইমতো চারটি পৃথক রঙের স্টিকার তৈরি করা হয়েছে। যার যে জোন সেই জোনেই টোটো চালাতে হবে। হিলকার্ট রোড, বিধান রোডের মতো রাস্তার জন্যে পৃথক জোন, পকেট রুটের জন্যে পৃথক জোন তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই জন্য প্রতিটি টোটোতে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর উদ্যোগ নিতে চলেছে পুলিশ। এর জন্য ইতিমধ্যেই হলুদ, সবুজ, নীল এবং বেগুনি- এই চারটি রঙের স্টিকার তৈরি করা হয়ে গিয়েছে। প্রতিটি স্টিকার বিভিন্ন জোন ভাগ করেই তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
যে টোটোতে যে জোনের স্টিকার লাগানো হবে, সেই টোটোকে সেই নির্দিষ্ট জোনেই যাতায়াত করতে হবে। অন্যথা হলে জরিমানা করা হবে। প্রয়োজনে টোটো বাজেয়াপ্ত পর্যন্ত করা হতে পারে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। শিলিগুড়ি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরের বক্তব্য বলেন, “শুক্রবার থেকে টোটোতে স্টিকার লাগানোর কাজ শুরু করব। তারপর পুরো বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”
advertisement
বর্তমানে শহর শিলিগুড়িতে যানজট সমস্যার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধান সড়কে টোটো চলাচল। জানা গিয়েছে, শিলিগুড়িতে ৫ হাজার টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। কথা ছিল, এই টোটোগুলিই শহরের পকেট রুটে চলাচল করবে। কিন্তু প্রশাসনিক দায়সারা মনোভাবের জেরে শহরে টোটোর সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় ১৫ হাজার নম্বরযুক্ত এবং নম্বরবিহীন টোটো চলাচল করছে শিলিগুড়ি শহরে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto driver viral news: টোটো নিয়ে বড় ভাবনা, ঘুম উড়তে পারে চালকদের! এবার থেকে টোটোয় লাগাতে হবে কিউআর কোর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement