Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই...! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ

Last Updated:

পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
মঙ্গলবার শিলিগুড়িতে উদ্ধার হয়েছিল এক টোটো চালকের দেহ৷ গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছিল টোটো চালককে৷ ১৮ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করল পুলিশ৷
তদন্তে নেমে পুলিশ লক্ষ্য করে, মৃতদেহের গলায় ফাঁসের দাগ এবং মাথায় গভীর ক্ষত ছিল৷ সুজয় সরকার নামে মৃত ওই টোটোচালককে যে খুনই করা হয়েছে, সে বিষয়ে কার্যত প্রথম থেকেই নিশ্চিত ছিল৷
কারা ওই টোটোচালককে খুন করল, তা জানতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ সেই সূত্রেই আটক করা হয় আরও দুই টোটো চালককে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নেয় সুজয় রায় ও বিমল বর্মন নামে দুই অভিযুক্ত৷ এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ নিজেদের স্ত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই ওই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ সেই বচসার মধ্যেই সুজয় সরকার নামে ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে খুন করে বাকি দুই অভিযুক্ত৷
advertisement
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই...! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement