Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই...! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ

Last Updated:

পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
মঙ্গলবার শিলিগুড়িতে উদ্ধার হয়েছিল এক টোটো চালকের দেহ৷ গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছিল টোটো চালককে৷ ১৮ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করল পুলিশ৷
তদন্তে নেমে পুলিশ লক্ষ্য করে, মৃতদেহের গলায় ফাঁসের দাগ এবং মাথায় গভীর ক্ষত ছিল৷ সুজয় সরকার নামে মৃত ওই টোটোচালককে যে খুনই করা হয়েছে, সে বিষয়ে কার্যত প্রথম থেকেই নিশ্চিত ছিল৷
কারা ওই টোটোচালককে খুন করল, তা জানতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ সেই সূত্রেই আটক করা হয় আরও দুই টোটো চালককে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নেয় সুজয় রায় ও বিমল বর্মন নামে দুই অভিযুক্ত৷ এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ নিজেদের স্ত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই ওই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ সেই বচসার মধ্যেই সুজয় সরকার নামে ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে খুন করে বাকি দুই অভিযুক্ত৷
advertisement
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই...! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement