Police: 'করিডর' বাংলার 'এই' জায়গা, মালদহ থেকে যা উদ্ধার করল পুলিশ, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Police: লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদহে। পুলিশের জালে দুই যুবক।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সেবক দেবশর্মা, মালদহ: ফের ব্রাউন সুগার উদ্ধার মালদহে। ৩০ লক্ষ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার। উদ্ধার তিনশো গ্রামেরও বেশি ব্রাউন সুগার। মালদহের কালিয়াচকের বামনগ্রামের মাদ্রাসা পাড়া এলাকার ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে, সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি আটক করে কালিয়াচক থানার পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লুকনো অবস্থায় রাখা ব্রাউন সুগার। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত অসিম শেখ এবং শামীম আখতার। অসিমের বয়স ২৬ বছর। শামীমের বয়স আরও কম মাত্র ২০ বছর। ধৃতরা দুজনেই কালিয়াচক থানার মসিমপুর বেলতলা এলাকার বাসিন্দা। ধৃত দুইজনকেই মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ। ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করে।
advertisement
advertisement
উল্লেখ্য, একসময় রাজ্যে তথা দেশের জাল নোট কারবারের অন্যতম করিডর হয়ে উঠেছিল মালদহের কালিয়াচক। এজন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকত কালিয়াচকের নাম। সম্প্রতি জাল নোটের কারবার কমলেও, কালিয়াচকের ক্রমেই বাড়ছে মাদকের রমরমা। ঘটনায় উদ্বিগ্ন পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
advertisement
সূত্রের খবর, মালদহের কালিয়াচককে ‘করিডর’ করে উত্তর পূর্বাঞ্চল থেকে এরাজ্যে এবং দেশের একাধিক এলাকায় ছড়াচ্ছে ব্রাউন সুগার। পাশাপাশি মালদহের স্থানীয় বাজারেও ক্রমশই ব্রাউন সুগারের কারবার বিস্তার লাভ করছে। দিনকয়েক আগেই মালদহের কালিয়াচকের প্রায় আট কেজি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। সেই সময় নগদ ৩২ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়। এরপরও মাদক কারবারে ভাটা পড়েনি। এই দিনের গ্রেফতারের ঘটনায় ফের একবার তা স্পষ্ট হয়েছে। এদিন মাদক পাচারের কাজে ব্যবহৃত চার চাকার গাড়িটিও আটক করেছে পুলিশ।পুলিশের একটি সূত্রের মতে, কালিয়াচককে ঘাঁটি করে কোটি কোটি টাকার মাদক কারবার চলছে। আপাতত মাদকের সাপ্লাই লাইন কাটাই পুলিশের কাছে অগ্রাধিকার। সেই লক্ষ্যেই অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Police: 'করিডর' বাংলার 'এই' জায়গা, মালদহ থেকে যা উদ্ধার করল পুলিশ, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement