Mamata on Election Result: বিজেপি কি হারছে? ৪ জুন কী ফলাফল হতে চলেছে? প্রচারের শেষদিনে বিরাট মন্তব্য মমতার!

Last Updated:

Mamata on Election Result: নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতার সংযোজন, ''চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে।''

মমতার বড় মন্তব্য
মমতার বড় মন্তব্য
কলকাতা: লোকসভা ভোটের শেষ দিনের প্রচারে যাদবপুর থেকে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। যদিও তার আগেই যাদবপুরে দাঁড়িয়ে মমতা বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।”
মোদিকে কটাক্ষ করে মমতার সংযোজন, ”চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন? যা হয় মানুষের জন্য ভাল হয়। মোদি যাক দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক। ভাল থাকবেন, ১২ কিমি হাঁটতে হবে। আবার দেখা হবে।”
advertisement
যাদবপুরে মমতা যাদবপুরে মমতা
advertisement
আগামী শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট। একাধিক কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে যাদবপুর ও কলকাতা দক্ষিণেও। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভোটের প্রচারে সকাল থেকেই ইতি-উতি ছুটছেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো।
advertisement
যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল করার কথা তাঁর। মিছিল শুরু হয়েছে যাদবপুর সুকান্ত সেতু থেকে। এরপর তা পৌঁছবে বালিগঞ্জ ফাঁড়ি। সেখান থেকে পদযাত্রা করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন ল্যান্ডস ডাউন। তারপর পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছবে মিছিল। সেখান থেকে গোপালনগল ক্রসিংয়ে এসে শেষ হবে।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata on Election Result: বিজেপি কি হারছে? ৪ জুন কী ফলাফল হতে চলেছে? প্রচারের শেষদিনে বিরাট মন্তব্য মমতার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement