গাঁছে উঠে উঁকি সন্দেহভাজন যুবকের! হাসিমারা বিমানঘাঁটিতে এবার বড়সড় সিদ্ধান্ত

Last Updated:

আঁটোসাঁটো নিরাপত্তা গোটা এলাকায়। চেকিং চলছে হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর-সহ তার আশপাশের এলাকায়।

+
রাতে

রাতে চেকিং 

আলিপুরদুয়ার: আঁটোসাঁটো নিরাপত্তা গোটা এলাকায়। হাই ভোল্টেজ চেকিং চলছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর-সহ তার আশপাশের এলাকায়। গতকাল রাত থেকে চব্বিশ ঘন্টার জন্য চেকিং পয়েন্ট খোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে হাসিমারা বায়ু সেনা ছাউনি এলাকায়।
বায়ুসেনা ছাউনি এলাকা এবং তার পার্শ্ববর্তী কুড়ি থেকে ২৫ কিলোমিটার এলাকা বিশেষ নজরে রয়েছে প্রশাসনের। এই এলাকাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কতা। এলাকায় কোথাও স্নিফার ডগ দিয়ে আবার কোথাও সড়কে নাকা চেকিং করে চালানো হচ্ছে তল্লাশি।ব্যবহৃত হচ্ছে মেটাল ডিটেক্টর।
হাসিমারা বায়ু সোনার ছাউনির সামনে দিয়ে যে জাতীয় সড়ক চলে গিয়েছে তা অসম, অরুণাচল প্রদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। অসম সীমান্তে বেড়েছে চেকিং। হাসিমারা বায়ুসেনা ছাউনির একপাশে রয়েছে ভুটান সীমান্ত, অপর পাশে রয়েছে অসম সীমান্ত।ভুটান সীমান্তের পর চিন রয়েছে, এদিকে অসম সীমান্ত পেড়িয়ে গেলে বাংলাদেশ সীমান্ত। এই দুই দেশের সঙ্গে শত্রুদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন তা সকলের জানা।
advertisement
advertisement
আরও পড়ুন- দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন? পৌঁছনোর আগে জানুন কেমন ঠান্ডা সেখানে, আবহাওয়ার বড় খবর
এই এলাকার নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে। সড়ক থেকে শুরু করে সেতু সকল স্থানেই তল্লাশি চলছে বলে আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, এই হাসিমারা এলাকায় অতিরিক্ত পুলিশ কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তায় কোনওপ্রকার ত্রুটি রাখতে চাইছে না জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।
advertisement
২৪ ঘন্টা জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে নাকা চেকিং চলবে বলে পুলিশ তরফে জানানো হয়। এছাড়া গাড়ির চালক, যাত্রীদের কাছে থাকা আধার কার্ড, ভোটার কার্ডের মতো জরুরি নথিও যাচাই করে দেখছে পুলিশ কর্মীরা।তার নম্বর লিখে রাখা হচ্ছে। বিশেষ করে ছোট গাড়িগুলির তল্লাশি বেশি করা হচ্ছে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাঁছে উঠে উঁকি সন্দেহভাজন যুবকের! হাসিমারা বিমানঘাঁটিতে এবার বড়সড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement