Poisonous Snake : ভয়ঙ্কর বিষধর সিন্ধু কালাচ সাপ! দাঁড়াসের মতো দেখতে! বিরল সাপ নিয়ে শোরগোল

Last Updated:

Poisonous Snake: দাঁড়াস ভেবে অনেকেই ভুল করেন এই সাপকে! বিষাক্ত এই সাপ বিরল!

জলপাইগুড়ি: জঙ্গল পাহাড়-নদী অধ্যুষিত জলপাইগুড়ির লোকালয়ে নতুন ভীতির কারণ হয়ে উঠছে এই বাঙ্গরাস বা সিন্ধু কালাচ। সাধারণ মানুষের চোখে দাঁড়াস সাপ মনে হলেও আসলে এটি ওয়ালস ক্রেইট সাপ বলে জানালেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী।বুধবার রাতে জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ার বাগচী বাড়ি থেকে এই বিষাক্ত সাপটিকে উদ্ধার করা হয়।
এই প্রসঙ্গে বিশ্বজিৎ বাবু বলেন, বেশির ভাগ মানুষ এই সাপটিকে দাঁড়াস বলে ভুল করবেন, তবে জল দাঁড়াস সাপের থেকে এই সাপের একটিই পার্থক্য হল এই সাপের জিভ লাল রঙের। তবে যে কোনও সাপ দংশন করলেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা উচিত সবারই কারণ এই ওয়ালস ক্রেইট প্রজাতির সাপের দংশনের কিছু সময় পর থেকেই মানুষের শরীরে নানান উপসর্গ দেখা দিতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
আপাতত এই সাপের ভয়ে আতঙ্কে রয়েছেন গোটা এলাকার মানুষ। সাধারণত আমরা যে সব সাপ দেখি তাদের বেশির ভাগের বিষ থাকে না। কিন্তু এই সিন্ধু কালাচ বেশ অন্য রকমের সাপ। এই সাপের কামড়ে বড় বিপদ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিষে ভরা থাকে এই সাপ। আপাতত সাপটিকে বন দফতরের কর্মীরা ধরে নিয়ে গিয়েছেন। জঙ্গলেই থাকে এই সাপ। তবে লোকালয়ে বেরিয়ে আসায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে!
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poisonous Snake : ভয়ঙ্কর বিষধর সিন্ধু কালাচ সাপ! দাঁড়াসের মতো দেখতে! বিরল সাপ নিয়ে শোরগোল
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement