Poila Baisakh 2024: রাত পোহালেই নতুন বছর, পয়লা বৈশাখে দরজায় কাঁটা ঝোলান এঁরা, কিন্তু কেন

Last Updated:

Poila Baisakh 2024: সদর দরজার সামনে ঝুলছে কাঁটা গাছ, কারণ জানলে চমকে উঠবেন!

কাঁটা গাছ
কাঁটা গাছ
জলপাইগুড়ি: আরও একটা বাংলা বছরের শেষ দিন। সকলেই ব্যস্ত পয়লা বৈশাখের দিন নতুন আরও একটা বছরকে স্বাগত জানাতে৷  সকাল থেকেই এক গোষ্ঠীর মানুষজনদের জলপাইগুড়ির শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চলের ঝোপঝাড়ে ঘুরতে দেখা যাচ্ছে। ঝোপঝাড় থেকে খুব সন্তর্পনে কিছু ছোট-ছোট-কাঁটা গাছ কেটে নিয়ে যায় এঁরা। এমন দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই কৌতউহল বাড়ে আমজনতার।
তবে এই কাঁটা গাছ সংগ্রহের সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গের আদি লোকাচার। সমাজতত্ত্ববিদদের মতে ভারত দেশে রয়েছে হাজারের বেশি জনগোষ্ঠী, যার একটিঅংশ রয়েছে উত্তরবঙ্গে, আর এই জনগোষ্ঠী গুলোর মধ্যে অন্যতম রাজবংশী জনগোষ্ঠী। আর এই রাজবংশী সম্প্রদায়ের কয়েকটি লোকাচার ‌যেমন তিস্তা বুড়ির গান, দধি কাদো খেলা, সেই লোকাচারের আরেকটি হলএই দুয়ারে কাঁটা ঝুলিয়ে রাখা।
advertisement
advertisement
এই আদি লোকাচার প্রসঙ্গে চাওলা ভিটা গ্রামের বাসিন্দা ভূপেন রায় জানান, ‘‘বছরের প্রথম দিন থেকেই এই কাঁটা যুক্ত ডালপালা বাড়ির সদর দুয়ারে ঝুলিয়ে রাখা হয়, কারণ পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছি, এই ময়না কাটা, বাঘা চুরা, বৃষ্টিবধ, নামে গাছের ডালপালা সদর দুয়ারে ঝুলিয়ে রাখলে নতুন বছরে ঘরে কোনও বিপদ আপদ, শত্রু, এবং অমঙ্গল হতে পারবে না ।’’
advertisement
তবে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে শুধু যে প্রবীনরাই আজও এই লোকাচার পালন করে আসছে সেটি নয়, নতুন প্রজন্মের কাছে আজও এই লোকাচার যে যথেষ্ট প্রভাব ফেলে তার পরিচয় পাওয়া যায় সদ্য যুবকদেবাশিসরায়ের কথাতেই, অন্যান্য দের মত সকালে কাঁটা সংগ্রহ করেছে নিজের বাড়ির অমঙ্গল ঠেকাতে। এই লোকাচার যা আজওযথাযথ ভাবে পালন করে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন।
advertisement
Surajit Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poila Baisakh 2024: রাত পোহালেই নতুন বছর, পয়লা বৈশাখে দরজায় কাঁটা ঝোলান এঁরা, কিন্তু কেন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement