Phuchka Challange: একে ফুচকা খাওয়ার লোভ, তারওপর চ্যালেঞ্জ জিতলে কড়কড়ে নগদ টাকা পুরস্কার, কোথায়

Last Updated:

Phuchka Challange: ফুচকা খেলেই পাবেন পুরস্কার জেতার সুযোগ! জমজমাট চ্যালেঞ্জের খেলা এই দোকানে

+
ফুচকা

ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ জিতলে মিলবে টাকা

কোচবিহার: ফুচকা পছন্দ করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। মুচমুচে ফুচকা আর তেঁতুল-পুদিনার টক জলের কথা ভাবলেই জিভে জল আসে। কোথাও ফুচকা, কোথাও আবার গোলগাপ্পা, তো কোথাও বা পানিপুরি।বিভিন্ন জায়গায় এই খাবারের পরিচিতি ভিন্ন। ফুচকা দেখলে বা ফুচকার নাম শুনলে মুহূর্তে জিভে জল চলে আসে প্রায় সকলের।
এবার যদি সেই ফুচকা খেলেই পেয়ে যায় প্রাইজ তবে বিষয়টি কেমন হয়? ভাবছেন ফুচকা খেলেই প্রাইজ পাওয়া যায় নাকি? হ্যাঁ, এটাই সত্যি। কোচবিহারের এক ফুচকার দোকানে এমনই চ্যালেঞ্জ শুরু করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত ফুচকা প্রেমীদের ভিড় লেগে থাকছে এই দোকানে। এই দোকানটির নাম  গ্র্যাজুয়েট ফুচকা ওয়ালা৷
ফুচকার দোকানের কর্ণধার রানা সাহা জানান, এখানে বিভিন্ন স্বাদের ফুচকা রয়েছে সকলের জন্য। সেই সঙ্গে রয়েছে আর একটি আকর্ষণীয় চমক। তিনি তাঁর দোকানে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন ছোট থেকে বড় সকলের জন্য। যিনি এই চ্যালেঞ্জে জয় লাভ করবেন, তিনি পেয়ে যাবেন কড়কড়ে ৫০০ টাকা নগদ পুরস্কার! ফুচকা খেয়ে জিতে নিতে পারবেন এই পুরস্কার!
advertisement
advertisement
এই ফুচকা কিন্তু হবে একদম সাধারণ ফুচকা। যদি কোনও ব্যক্তি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান। তবে তাঁকে ২৫ সেকেন্ডে ১৫ টি ফুচকা খেতে হবে এক নিমেষে। এই চ্যালেঞ্জ শুরু করার জন্য ৬০ টাকা জমা দিতে হবে আগে। চ্যালেঞ্জে জিতে গেলেই মিলবে ৫০০ টাকা। যদি ওই ব্যক্তি চ্যালেঞ্জটি হেরে যান। তবে কোন পুরস্কার পাবেন না।
advertisement
দোকানের আসা এক গ্রাহক প্রিয়ালী দাস জানান, “ফুচকা তো অনেক দোকানেই পাওয়া যায়। তবে এই দোকানে নানা ধরনের স্বাদের ফুচকা পাওয়া যায়। এখানকার মতো স্বাদের ফুচকা আর কোথাও পাওয়া যাবে না। এছাড়া এই দোকানের এই বিশেষ চ্যালেঞ্জ সকলকে আকর্ষণ করছে এই দোকানের প্রতি। জেলার অন্য কোন দোকানে এমন চ্যালেঞ্জ আগে কোনদিন করা হয়নি। তাই এই চ্যালেঞ্জ নিতে অনেকেই ভিড় জমাচ্ছেন কোচবিহারের সাগরদিঘি চত্বরের এই ফুচকার দোকানে।
advertisement
সবশেষে একটা কথা বলাই যায়। ফুচকা প্রেমীদের জন্য এই চ্যালেঞ্জ কোচবিহারে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Phuchka Challange: একে ফুচকা খাওয়ার লোভ, তারওপর চ্যালেঞ্জ জিতলে কড়কড়ে নগদ টাকা পুরস্কার, কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement