Provident Fund: পিএফ হোক বা পেনশন! সব টেনশন দূর! চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কেন্দ্রের

Last Updated:

Provident Fund: চা বাগানের শ্রমিকদের অবসরের পর পিএফ ও পেনশনের টাকা পাওয়ার সহজ পথ বলছেন আধিকারিকরা

+
চা

চা বাগান

আলিপুরদুয়ার: আপনি কি চা বাগানের শ্রমিক? অবসর নিয়েছেন সদ্য। কীভাবে চালু হবে পেনশন স্কিম? প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিক জমা পড়েছে কি না? এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন। সব প্রশ্নের উত্তর দিলেন প্রফিডেন্ট ফান্ড দফতরের আধিকারিক।
চা বাগানের শ্রমিকদের অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে এবং পেনশন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেক ক্ষেত্রে শ্রমিকরা দালালদের ফাঁদে পড়ে যান। যাতে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা পেতে সমস্যায় পড়তে না হয় এবং যাতে শ্রমিকরা দালালদের ফাঁদে না পড়েন এজন্য কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দফতরের পক্ষ থেকে প্রতিটি চা বাগান, বিশেষত বন্ধ চা বাগানে শিবির আয়োজন করছে।
advertisement
advertisement
দফতরের আধিকারিক জানিয়েছেন, অবসর নেওয়ার ১৫-২০ দিনের মধ্যে আবেদন করতে হবে পেনশন স্কিমের জন্য। অনলাইন আবেদন হয়। তবে দফতরে এসে অফলাইন আবেদন করলে তা কার্যকরী হয়। পেনশন নিয়ম করে ব্যাঙ্ক আকাউন্টে দিয়ে দেওয়া হয়। কারো পেনশন না এলে বাগানে যোগাযোগ করতে হবে। কারণ বাগান থেকে দফতরের ই-রসিদ না দিলে পেনশনের টাকা দেওয়া যায় না। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড বিষয়ক সমস্যা সরলিকরণ করা হচ্ছে বলে জানা যায়। বন্ধ দলসিংপাড়া চা বাগানে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড ও পেনশন বিষয়ে শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর থেকে প্রতিটি চা বাগানে এই শিবির করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শিবিরে বন্ধ দলসিংপাড়া চা বাগান ও আশেপাশে ভার্ণবাড়ি, তোর্সা সহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা নিজেদের সমস্যা নিয়ে আসেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রভিডেন্ট ফান্ড দফতরের জলপাইগুড়ি রিজিওনাল পি এফ অফিসার এল কে মারাণ্ডি সহ পিএফ দফতরের আধিকারিকরা। প্রতি মাসের ২৭ তারিখ করে চা বাগানগুলিতে হবে এই শিবির। আধিকারিক এল কে মারাণ্ডি জানান, “আমরা চাই শ্রমিকরা সরাসরি আমাদের কাছে আসুক। দালালদের ফাঁদে না পড়ুক এজন্য সব জায়গায় আমরা শিবির করছি। এই শিবির থেকেই অনেকের সমস্যা সমাধান করছি।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Provident Fund: পিএফ হোক বা পেনশন! সব টেনশন দূর! চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কেন্দ্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement