Alipurduar News: এ তো সাংঘাতিক অবস্থা! এই এলাকায় যক্ষ্মা সম্ভাব্য কয়েক হাজার! কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
যক্ষা রোগীদের জন্য জেলায় প্রয়োজন আরও নিক্ষয় মিত্রের
আলিপুরদুয়ার: যক্ষা রোগ নির্ণয়ের ক্ষেত্রে রাজ্যে দ্রুততার সঙ্গে কাজ করছে আলিপুরদুয়ার জেলা, দাবি করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলি। পাশাপাশি জেলায় বৃদ্ধি পেয়েছে নিক্ষয় মিত্রের সংখ্যা। সবচেয়ে বেশি নিক্ষয় মিত্র রয়েছে আলিপুরদুয়ার এক ব্লকে।
জেলায় চিহ্নিত যক্ষা রোগীর সংখ্যা ১৪০০ জন। তবে কালচিনি ও কুমারগ্রামের মত চা বাগান এলাকায় যক্ষা সম্ভাব্য অজস্র। গ্রামীণ হাসপাতালগুলিতে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এখনও এই রোগ অনেকেই লুকিয়ে যাচ্ছেন। তাঁদের জন্য বিশেষ করে চা বাগান এলাকাগুলিতে শুরু হবে ফিল্ড ভিজিট কর্মসূচি। স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা পৌঁছে যাবে চা বাগানের বাড়ি বাড়ি।
advertisement
advertisement
চা বাগানের শ্রমিক মহল্লার অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপুষ্টির বিষয়টিকে যক্ষা রোগের বাড়বাড়ন্তের কারণ হিসেবে বলছে জেলা স্বাস্থ্য দফতর। নিক্ষয় মিত্রের প্রকল্প চা বাগানে প্রচার পায়নি বলেও স্বীকার করেছে স্বাস্থ্য দফতর। যার জন্য পুষ্টিকর খাবার চা বাগান এলাকাগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে এক কথায় মেনে নিয়েছে স্বাস্থ্য দফতর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাঃ সুমিত গাঙ্গুলি জানান, “পুষ্টিকর খাবার যক্ষা রোগীদের অন্যতম প্রয়োজনীয় উপাদান। এর জন্য নিক্ষয় মিত্রদের চাইছি আমরা। যক্ষা রোগীদের ছয় মাস কড়া ওষুধ খেতে হয়। এরজন্য অতিরিক্ত পুষ্টি দরকার। স্বাস্থ্য দফতর কারও মাধ্যম দিয়ে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে চায়।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 4:00 PM IST