মহিলার সম্মানরক্ষায় এগিয়ে এসেছিলেন, পরিণামে যা ফল ভুগলেন...

Last Updated:

ইফটিজিং এ বাধা দেওয়ায় দূষ্কৃতীর অস্ত্রের আঘাতে মাথা ফাটলো এক প্রতিবাদীর ৷ ধৃত দূষ্কৃতি আলিপুরদুয়ার পুলিশের হেফাজতে । বিশ্বকাপ ফুটবল ফাইনালের সন্ধে ৷

#আলিপুরদুযার: ইফটিজিং এ বাধা দেওয়ায় দূষ্কৃতীর অস্ত্রের আঘাতে মাথা ফাটলো এক প্রতিবাদীর ৷ ধৃত দূষ্কৃতি আলিপুরদুয়ার পুলিশের হেফাজতে । বিশ্বকাপ ফুটবল ফাইনালের সন্ধে ৷ সবাই ব্যস্ত টিভিতে চোখ রাখতে ৷ সেই সুযোগে জনমানবহীন রাস্তায় এই ঘটনা ঘটে, আলিপুরদুয়ার শহরে ।
advertisement
শহরের এক বিউটি পার্লারে কর্মরত দুই যুবতী ও এক যুবক পার্লার বন্ধ করে ফিরছিলেন নিউটাউন এলাকায় মালিকের বাড়িতে । শহরের মাধব মোড় এলাকায় আসার পর স্থানীয় এক যুবক কৃষ্ণপদ সাহা সহ তিনজন তাদের পথ আগলে ধরে । তাদের হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করে, এমনই অভিযোগ । যুবতীদের সঙ্গে থাকা ভিকি শিল বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মাথা ফেটে যায় যুবকের । এরপরই পালিয়ে যায় দুস্কৃতিরা ।
advertisement
তারপর ভিকিকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে । অভিযুক্ত যুবক কৃষ্ণপদ সাহার বিরুদ্ধে যুবতীর শ্লীলতাহানির ও ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযুক্ত যুবক কৃষ্ণপদ সাহাকে গ্রেফতার করে আলিপুরদুয়ার আদালতে হাজির করে ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মহিলার সম্মানরক্ষায় এগিয়ে এসেছিলেন, পরিণামে যা ফল ভুগলেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement