মহিলার সম্মানরক্ষায় এগিয়ে এসেছিলেন, পরিণামে যা ফল ভুগলেন...
Last Updated:
ইফটিজিং এ বাধা দেওয়ায় দূষ্কৃতীর অস্ত্রের আঘাতে মাথা ফাটলো এক প্রতিবাদীর ৷ ধৃত দূষ্কৃতি আলিপুরদুয়ার পুলিশের হেফাজতে । বিশ্বকাপ ফুটবল ফাইনালের সন্ধে ৷
#আলিপুরদুযার: ইফটিজিং এ বাধা দেওয়ায় দূষ্কৃতীর অস্ত্রের আঘাতে মাথা ফাটলো এক প্রতিবাদীর ৷ ধৃত দূষ্কৃতি আলিপুরদুয়ার পুলিশের হেফাজতে । বিশ্বকাপ ফুটবল ফাইনালের সন্ধে ৷ সবাই ব্যস্ত টিভিতে চোখ রাখতে ৷ সেই সুযোগে জনমানবহীন রাস্তায় এই ঘটনা ঘটে, আলিপুরদুয়ার শহরে ।
আরও পড়ুন ফের ধূপগুড়িতে স্কুলে বিষধর সাপ উদ্ধার !
advertisement
শহরের এক বিউটি পার্লারে কর্মরত দুই যুবতী ও এক যুবক পার্লার বন্ধ করে ফিরছিলেন নিউটাউন এলাকায় মালিকের বাড়িতে । শহরের মাধব মোড় এলাকায় আসার পর স্থানীয় এক যুবক কৃষ্ণপদ সাহা সহ তিনজন তাদের পথ আগলে ধরে । তাদের হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করে, এমনই অভিযোগ । যুবতীদের সঙ্গে থাকা ভিকি শিল বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মাথা ফেটে যায় যুবকের । এরপরই পালিয়ে যায় দুস্কৃতিরা ।
advertisement
আরও পড়ুন ফের কলকাতার রেস্তোরাঁয় পচা মাংসের হদিশ
তারপর ভিকিকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে । অভিযুক্ত যুবক কৃষ্ণপদ সাহার বিরুদ্ধে যুবতীর শ্লীলতাহানির ও ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযুক্ত যুবক কৃষ্ণপদ সাহাকে গ্রেফতার করে আলিপুরদুয়ার আদালতে হাজির করে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 9:15 PM IST