ফের কলকাতার রেস্তোরাঁয় পচা মাংসের হদিশ
Last Updated:
ফের রেস্তোরাঁয় পচা মাংসের হদিশ। এবার কেষ্টপুরের সিলভার চিমনি রেস্তোরাঁ থেকে পচা মাংস পাওয়া গেল।
#কলকাতা: ফের রেস্তোরাঁয় পচা মাংসের হদিশ। এবার কেষ্টপুরের সিলভার চিমনি রেস্তোরাঁ থেকে পচা মাংস পাওয়া গেল। রেস্তোরাঁ কর্মীদের সার্ভ করা চিকেন কাবাবে পচা গন্ধ পাওয়ায় সন্দেহ হয় ক্রেতার। এরপর পুলিশে খবর দেওয়া হলে, তল্লাশিতে পচা মাংসের সন্ধান মেলে। রেস্তোরাঁর এক কর্মীকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকেই রেস্তোরাঁয় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
advertisement
রবিবার রাতে রেস্তোরাঁ থেকে চিকেন কাবাব নিয়ে যান রাজেশ নামে এক ব্যক্তি ৷ বাড়ি গিয়ে দেখেন যে মাংস থেকে পচা গন্ধ বের হচ্ছে ৷ প্রথমে রেস্তোরাঁয় ফোন করে জানাল হলে তারা অভিযোগ অস্বীকার করে ৷ এরপর রেস্তোরাঁয় গিয়ে বিষয়টি জানালে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ রেস্তোরাঁর তরফে জানানো হয় যে সকালে ফার্ম থেকে মাংস আনা হয় ৷ কীভাবে তাতে পচন ধরেছে সেটা বুঝতে পারছেন না তারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
July 16, 2018 8:36 PM IST